ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিযানের প্রতি ইরানের সমর্থন ও শুভেচ্ছা
https://parstoday.ir/bn/news/west_asia-i129060-ইসরাইলের_বিরুদ্ধে_ফিলিস্তিনিদের_অভিযানের_প্রতি_ইরানের_সমর্থন_ও_শুভেচ্ছা
ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারি মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া সাফাভি বলেছেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের 'আল-আকসার তুফান' অভিযানের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আমরা নিশ্চিত প্রতিরোধ ফ্রন্টও সমর্থন জানাবে। 
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ০৭, ২০২৩ ১৯:২১ Asia/Dhaka
  • জেনারেল সাফাভি
    জেনারেল সাফাভি

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারি মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া সাফাভি বলেছেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের 'আল-আকসার তুফান' অভিযানের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আমরা নিশ্চিত প্রতিরোধ ফ্রন্টও সমর্থন জানাবে। 

আজ (শনিবার) ফিলিস্তিনি শিশু-কিশোরদের সমর্থনে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। 
তিনি বলেন, ফিলিস্তিনিরা পরিপূর্ণ বিজয় অর্জন না করা পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। বায়তুল মুকাদ্দাস মুক্ত করার সংগ্রামে কাসেম সোলাইমানির মতো শহীদদেরও সমর্থন রয়েছে। তারাও ফিলিস্তিনি মুজাহিদদের পাশে রয়েছেন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ফিলিস্তিনিরা দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম ও সশস্ত্র অভিযানের ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনা করেছে। তিনি আজ আরও বলেছেন, আমরা ফিলিস্তিনের জনগণ এবং সব প্রতিরোধ সংগঠনকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন, আজ ফিলিস্তিনিরা 'আল-আকসার তুফান' নামের যে অভিযান চালিয়েছে তা ইহুদিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রামের বিজয়েরই ধারাবাহিকতা যা সিরিয়া, লেবানন ও দখলদার ইসরাইলে এর আগে অর্জিত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত ৩ অক্টোবর এক সমাবেশে বলেছেন, দখলদার ইসরাইলের পতন হবে। বর্তমানে ফিলিস্তিনি তরুণ সমাজ এবং সেখানে দখলদারি ও জুলুমের বিরুদ্ধে চলমান আন্দোলন গত ৭০-৮০ বছরের তুলনায় বেশি স্বতস্ফুর্ত ও বেশি প্রস্তুত। ইনশাআল্লাহ এই আন্দোলন সফল হবে।

সর্বোচ্চ নেতা বলেন, ইমাম খোমেনী (রহ.) দখলদার ইহুদিবাদী ইসরাইলকে ক্যান্সারের সঙ্গে তুলনা করেছেন। ফিলিস্তিনি জনগণের হাতে এই ক্যান্সার নিশ্চিহ্ন হয়ে যাবে। দখলদার ইহুদিবাদী ইসরাইল মুত্যুমুখী।#

পার্সটুডে/এসএ/ ৭