ফিলিস্তিনিদের হামলায় নিহত ইসরাইলির সংখ্যা বেড়ে ২০০, আহত ১১২০
https://parstoday.ir/bn/news/west_asia-i129072
দখলদার ও রক্তপিপাসু ইসরাইলে মজলুম ফিলিস্তিনিদের হামলায় নিহত ইসরাইলির সংখ্যা বেড়ে ২০০ জনে পৌঁছেছে। আহত হয়েছে এক হাজার ১২০ ইহুদিবাদী।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৭, ২০২৩ ২১:০১ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের হামলায় নিহত ইসরাইলির সংখ্যা বেড়ে ২০০, আহত ১১২০

দখলদার ও রক্তপিপাসু ইসরাইলে মজলুম ফিলিস্তিনিদের হামলায় নিহত ইসরাইলির সংখ্যা বেড়ে ২০০ জনে পৌঁছেছে। আহত হয়েছে এক হাজার ১২০ ইহুদিবাদী।

ইসরাইলের সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, আজ (শনিবার) ভোর থেকে এ পর্যন্ত ২০০ জন ইসরাইলি নিহত ও এক হাজার ১২০ জন ইসরাইলি আহত হয়েছে।

এর আগে হিব্রু ভাষার ইসরাইলি পত্রিকা ইয়াদিউত অহরোনুৎ জানিয়েছিল, আজকের হামলায় অন্তত ১০০ ইসরাইলি প্রাণ হারিয়েছে। তবে হিব্রু ভাষার আরও কয়েকটি সূত্রের তথ্য অনুযায়ী, নিহত ইসরাইলির সংখ্যা আরও বেশি। 

এছাড়া, ফিলিস্তিনিরা অন্তত ৫০ জন ইসরাইলিকে আটক করেছে। এর মধ্যে এক জেনারেলসহ বেশ কয়েকজন ইসরাইলি সেনাও রয়েছে বলে কোনো কোনো সূত্র দাবি করেছে।

এছাড়া অন্যান্য গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের সাতটি ইহুদি উপশহরের নিয়ন্ত্রণ নিয়েছে।

হত্যা-নির্যাতন ও দখলদারির বিরুদ্ধে আজ ঐতিহাসিক সামরিক অভিযান চালিয়েছে হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা। প্রথম ২০ মিনিটের অভিযানে তারা ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে।

পরবর্তীতে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর ফলে ইসরাইলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইহুদিবাদীদের অনেকেই ডাস্টবিনে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/ ৭