গাজার হাসপাতালে বিমান হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ ও নিন্দার ঝড়  
https://parstoday.ir/bn/news/west_asia-i129514-গাজার_হাসপাতালে_বিমান_হামলার_বিরুদ্ধে_বিশ্বব্যাপী_ক্ষোভ_ও_নিন্দার_ঝড়
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নাগরিক শহীদ হওয়ার পর দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১৮, ২০২৩ ১১:০০ Asia/Dhaka
  • গাজার হাসপাতালে বিমান হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ ও নিন্দার ঝড়  

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নাগরিক শহীদ হওয়ার পর দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।  

গাজার আল-আহলি বাপটিস্ট হাসপাতালে গতকালের (মঙ্গলবার) ওই হামলায় যেসব মানুষ শহীদ হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত ভবনের নিচে বহু হতাহত মানুষ পড়ে থাকার কারণে মৃতের সংখ্যা আরো বাড়বে।

সৌদি আরব কড়া ভাষায় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, “এটি দখলদার ইসরাইলি বাহিনীর হাতে সংঘটিত ঘৃণ্যতম অপরাধ।” সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আধুনিক যুগে মানবতার বিরুদ্ধে এটি হচ্ছে সবচেয়ে ঘৃণ্যতম গণহত্যা। এই গণহত্যার জন্য তিনি পশ্চিমা দেশগুলোকে বিশেষ করে আমেরিকাকে দায়ী করেন। 

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলি হামলাকে একটি "গণহত্যা" এবং "নৃশংস অপরাধ" বলে উল্লেখ করে "বিক্ষোভ দিবস" পালনের আহ্বান জানিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গাজায় যে নজিরবিহীন বর্বরতা চলছে তা থামানোর জন্য তিনি বিশ্ব মানবতাকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছেন।

মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি গাজার এই হত্যাকাণ্ডকে সমস্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন। আফ্রিকান ইউনিয়নের প্রধান মূসা ফাকি মুহাম্মাদ গাজার হাসপাতালের ওপর ইসরাইলের বর্বর হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। এছাড়া, জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, নিরপরাধ বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই ন্যায্য হতে পারে না। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার হাসপাতালে হামলাকে জঘন্য গণহত্যা বলে উল্লেখ করেছেন।

এদিকে, এই হামলার বিরুদ্ধে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৮  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।