আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলের রিপোর্ট
মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা
ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল (শুক্রবার) জানিয়েছে, কুর্দিস্তান অঞ্চলের শাকলাওয়া এলাকায় অবস্থিত আল-হারির বিমান ঘাঁটিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা দুটি ড্রোনের সাহায্যে এই হামলা চালায়।
ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সম্পর্কযুক্ত একটি সূত্র বলছে, ড্রোন হামলায় আমেরিকার বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। এর আগে বুধবার ওই বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়। ইরাকি প্রতিরোধকামী সংগঠন তাশকিল আল-ওয়ারিসিন হামলার দায়িত্ব স্বীকার করেছে।
বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের আইন আল-আসাদ ঘাঁটিতেও ড্রোন হামলা হয়েছে। চলতি মাসের প্রথম দিকে ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী সংগঠন কাতাইব হিজবুল্লাহ ইরাক ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে। সংগঠনটি তখন বলেছিল- যদি ইহুদিবাদী ইসরাইলের পক্ষে আমেরিকা গাজা যুদ্ধে হস্তক্ষেপ করে তাহলে তারা এই হামলার পদক্ষেপ নেবে।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।