আল কুদস ব্রিগেড মুখপাত্রের মন্তব্য
শত্রুরা গাজায় স্থল অভিযানের ব্যাপারে মিথ্যাচিত্র তুলে ধরছে
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের স্থল অভিযানে অগ্রগতির দাবিকে নাকচ করে দিয়েছেন।
তিনি বলেছেন, "আমাদের ভূখণ্ডে ঢোকার চেষ্টার ব্যাপারে ইসরাইল মিথ্যা চিত্র তুলে ধরছে।" গতকাল (সোমবার) এক ভিডিও বার্তায় আবু হামজা একথা বলেন।
তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো বেশ কয়েকটি এলাকায় প্রচণ্ড লড়াইয়ের মাধ্যমে ইহুদিবাদী সেনাদের বড় রকমের ক্ষয়ক্ষতি করেছে।
আল-কুদস ব্রিগেডের এই মুখপাত্র বলেন, ইহুদিবাদী সেনারা তাদের আস্থা ফিরে পাওয়ার জন্য গাজার বিরুদ্ধে যে অভিযান চালানোর চেষ্টা করছে তাকে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা শক্তভাবে মোকাবেলা করে চলেছে। তিনি আরো বলেন, ইসরাইলি বাহিনী আসলে গাজায় সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে প্রতিরোধ যোদ্ধাদের হত্যার লোভে পড়েছিল। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
ইহুদিবাদী সেনারা সোমবার রাতের দিকে গাজা উপত্যকার উপকণ্ঠে স্থল অভিযান চালানোর চেষ্টা করে তবে প্রতিরোধ যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে তারা ট্যাংক নিয়ে পিছু হটতে বাধ্য হয়। এরপর আল-কুদস ব্রিগেডের এই মুখপাত্র এসব কথা বললেন।
এর আগে হামাসের অন্যতম সিনিয়র নেতা সালামা মারুফ বলেছেন, গাজার আবাসিক এলাকাগুলোতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা কোথাও অগ্রগতি লাভ করতে পারেনি।
আবু হামজা তার ভিডিও বার্তায় ইসরাইলি বন্দীদের পরিবারগুলোকে উদ্দেশ করে বলেন, "সময় ক্ষেপণের জন্য আপনাদের নেতারা আপনাদের সন্তানদের জীবনকে ঝুঁকি মুখে ফেলছে।"
তিনি সতর্ক করে বলেন, "প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দিদের জীবনকে গাজায় বর্বর বোমাবর্ষণের মধ্যদিয়ে প্রতি মিনিটে হুমকির মুখে ফেলেছে ইসরাইল।"#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।