ইসরাইলি মন্ত্রীর হুমকি
‘গাজার ওপর পরমাণু হামলার সম্ভাবনা রয়েছে’
ইহুদিবাদী ইসরাইলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী অ্যামিচাই এলিইয়াহু হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর পরমাণু বোমা হামলার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেছেন, গাঁজা উপত্যকায় যে সমস্ত ফিলিস্তিনি জনগণ বেঁচে আছে তাদেরকে আয়ারল্যান্ডের চলে দিতে হবে অথবা কোনো মরুভূমিতে যেতে হবে।
একটি রেডিও চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এলিইয়াহু এ মন্তব্য করেন। রেডিও চ্যানেলের পক্ষ থেকে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় গাজা উপত্যকার ওপর পরমাণু বোম হামলার কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে তিনি বলেন, "এটি একটি অন্যতম সম্ভাবনা।"
এলিইয়াহু হচ্ছেন চরমপন্থী ওৎজমা ইয়েহুদিত পার্টির সদস্য যার নেতৃত্বে রয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন জাবির।
সাক্ষাৎকারে এলিইয়াহু জোর দিয়ে বলেন, গাজায় মানবিক ত্রাণ পাঠানোর সুযোগ দেয়া হবে ভুল পদক্ষেপ। তিনি দাবি করেন, গাজায় এমন কোনো ব্যক্তি নেই যারা প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুক্ত নয় এবং যারা বেসামরিক। গাজার নিরপরাধ জনগণকে তিনি নাৎসিবাদী বলে উল্লেখ করেন।
গাজায় পরমাণু বোমা হামলা চালালে বেঁচে থাকা ফিলিস্তিনি পরিবারগুলোর ভাগ্যে কি হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা আয়ারল্যান্ড অথবা অন্য কোনো মরুভূমিতে চলে যেতে পারে।”
ইসরাইলের উগ্রবাদী মন্ত্রী আরো বলেন, ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকার নেই। তিনি বলেন, যারা ফিলিস্তিন অথবা হামাসের ওড়াচ্ছে তাদের পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখা উচিত নয়।
এই ধরনের বক্তব্য দেয়ার পর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রীসভায় তার সদস্যপদ স্থগিত করেন।
ইসরাইলের এই উগ্রবাদী মন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে হামাস প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এর মধ্য দিয়ে মূলত নেতানিয়াহু সরকারের গণহত্যার মানসিকতা প্রকাশ পেয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন