সৌদি আরবে ওআইসি'র জরুরি বৈঠকে যাচ্ছেন প্রেসিডেন্ট রায়িসি
(last modified Fri, 10 Nov 2023 09:26:12 GMT )
নভেম্বর ১০, ২০২৩ ১৫:২৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি
    প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি

সৌদি আরবে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি'র জরুরি বৈঠকে যাচ্ছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের রাজনৈতিক উপ-পরিচালক মোহাম্মদ জামশিদি ওই তথ্য জানিয়েছেন।

জনাব জামশিদি তার সামাজিক নেটওয়ার্কে লিখেছেন, উজবেকিস্তানে ইকো শীর্ষ সম্মেলনের অবকাশে প্রেসিডেন্ট রায়িসি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি জোর দিয়ে বলেছেন: রিয়াদ বৈঠক গাজার জনগণকে সাহায্য করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে না পারলে সংঘাত ছড়িয়ে পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। তিনি বলেন: মুসলিম দেশগুলোর কার্যকর ভূমিকার ব্যাপারে বিশ্ববাসী হতাশ হয়ে পড়ছে।

ওআইসি এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থার জরুরি বৈঠক গাজা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।

৭ দশকের দখলদারিত্ব আর ১০ বছরের গাজা অবরোধসহ ফিলিস্তিনীদের ওপর গ্রেফতারি এবং নির্যাতনের জবাবে গত ৭ অক্টোবর ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আল-আকসা তুফান অভিযান শুরু করেছে। অবৈধ ও দখলদার ইসরাইলের ইতিহাসে ওই অভিযান ছিল তাদের সকল গর্ব-চূর্ণ করে দেওয়ার মতো বিস্ময়কর। ওই গ্লানি ঢাকতে তারা নিরীহ গাজাবাসীর ওপর নির্বিচার বোমা হামলা চালিয়ে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনীকে শহীদ করেছে। আহত হয়েছে আরও ২৭ হাজারের বেশি।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ