‘যুদ্ধ জয়ের সম্ভাবনা থাকলে ইসরাইল কোনো অবস্থায় থামত না’
ইহুদিবাদী ইসরাইলের পাগলা ঘোড়া থামিয়ে দেয়া হয়েছে: আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী ‘পাগলা ঘোড়া’ হঠাৎ করে থেমে গেছে। ইসরাইল ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এ মন্তব্য করলেন মেজর জেনারেল হোসেইন সালামি।
তিনি বৃহস্পতিবার ইয়াজদ প্রদেশে এক জনসভায় দেয়া ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরাইল যদি তার ভুল থেকে শিক্ষা না নেয় তাহলে তার বিনাশ আরো খারাপভাবে হবে। জেনারেল সালামি বলেন, “যে ইসরাইল রুদ্ধশ্বাসে ছুটছিল তাকে আমরা হঠাৎ করে থেমে যেতে দেখলাম। তারা যদি যুদ্ধে জয়ী হতে থাকত তাহলে তারা থামত না। কাজেই একথা স্পষ্ট, আজ ইসরাইলের যে দুর্বলতা, অক্ষমতা ও ব্যর্থতা চোখে পড়ছে তা এই শয়তানি শক্তির প্রকৃত রূপ। এবার তারা যদি নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা না নেয় তাহলে তারা আরো বেশি ধ্বংসের দিকে এগিয়ে যাবে।”
আইআরজিসির কমান্ডার বলেন, সুরক্ষিত দূর্গ থেকে বেরিয়ে গাজা উপত্যকার উন্মুক্ত প্রান্তরে যুদ্ধ করতে আসাই ইহুদিবাদীদের জন্য কাল হয়েছে। তারা সেখানে অন্তত ৩০০ ট্যাংক ও সাঁজোয়া যান হারিয়েছে।
জেনারেল সালামি বলেন, শত্রু ভেবেছিল সে নারী, শিশু ও নবজাতকদের হত্যা করে নিজের বিজয় নিশান ওড়াতে পারবে। তার কাছে বিজয় মানে অসহায় বেসামরিক মানুষকে ধ্বংসস্তুপের নীচে চাপা দেয়া।
ইরানের এই সেনা কমান্ডার বলেন, ইসরাইলিরা তাদের সুরক্ষিত দূর্গের মধ্যে নিরাপদ ছিল। কিন্তু তারা নিজেদের হাতে তাদের ১,৬০০ ট্যাংক দূর্গ থেকে বের করে ফিলিস্তিনি যোদ্ধাদের সামনে মেলে ধরেছে যা ছিল তাদের মস্তবড় ভুল। তারা ফিলিস্তিনি যুবকদের সঙ্গে মুখোমুখি সংঘাতে এসে মারাত্মক বিপত্তিতে পড়েছে।
জেনারেল সালামি বলেন, ইসরাইলিরা যখন এসব যুবককে দেখেনি তখন এসব যুবক তাদেরকে দেখেছে। ইহুদিবাদীদের ট্যাংকের সঙ্গে অদৃশ্য বাহিনীর যুদ্ধ শুরু হয়েছে এবং এসব ট্যাংক একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে। এ পর্যায়ে, ইসরাইলিরা বুঝতে পেরেছে, এভাবে যুদ্ধ চালিয়ে গেলে তাদের যুদ্ধ মেশিন ধ্বংস হয়ে যাবে। আর এ কারণেই তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। #
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।