অবৈধ অস্ত্র বহনের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে ইহুদিবাদী কর্মকর্তার পদত্যাগ
ইহুদিবাদী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের নীতির প্রতিবাদে ওই মন্ত্রণালয়ের অস্ত্র লাইসেন্সিং বিভাগের প্রধান পদত্যাগ করেছেন।
ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের ব্যাপকভাবে অবৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে তিনি পদত্যাগ করলেন। আল-জাজিরা নেটওয়ার্কের বরাত দিয়ে মেহর বার্তা সংস্থা ওই খবর জানিয়েছে।
এই ইহুদিবাদী কর্মকর্তা এমন এক সময় পদত্যাগ করলেন যখন ইতমার বেন গাভির পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের জন্য মাসে ২ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ব্যক্তিগত অস্ত্র বহনের লাইসেন্স দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কোনো কোনো গণমাধ্যম সূত্র জানিয়েছে গাজা যুদ্ধ শরুর হবার পর থেকে এখন পর্যন্ত বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে ব্যক্তিগত অস্ত্র বহনের লাইসেন্স দেওয়ারজন্য অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ২ লাখ ৩৬ হাজার আবেদন পড়েছে। ।
সুত্রগুলো আরও জানিয়েছে, ইহুদিবাদী সরকারের চরমপন্থী এই মন্ত্রী ব্যক্তিগতভাবে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ বিতরণের বিষয়টি তদারকি করেন।#
পার্সটুডে/এনএম/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।