বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দিল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i131774-বাব_আল_মান্দেব_প্রণালী_বন্ধ_করে_দেয়ার_হুমকি_দিল_ইয়েমেন
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন নিয়ন্ত্রিত সরকার এডেন উপসাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। লোহিত সাগরে অভিযান পরিচালনার জন্য আমেরিকা একটি টাস্ট ফোর্স গঠনের হুমকি দেয়ার পর এই ঘোষণা দিল ইয়েমেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৩ ১৯:৩৩ Asia/Dhaka
  • ইসরাইলি জাহাজে ইয়েমেনি কমান্ডোদের অভিযানের স্থির চিত্র
    ইসরাইলি জাহাজে ইয়েমেনি কমান্ডোদের অভিযানের স্থির চিত্র

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন নিয়ন্ত্রিত সরকার এডেন উপসাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। লোহিত সাগরে অভিযান পরিচালনার জন্য আমেরিকা একটি টাস্ট ফোর্স গঠনের হুমকি দেয়ার পর এই ঘোষণা দিল ইয়েমেন।

গতকাল (মঙ্গলবার) ইয়েমেনের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল-এজ্জি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেন, সানা “পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত বন্ধ” বাক্যাংশটি লিখতে পারে তবে এটি চায় না। একথার মধ্যদিয়ে তিনি বাব আল-মান্দেব প্রণালী বন্ধের ইঙ্গিত দিয়েছেন। 

ইয়েমেনের উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “আমি আবারো যেকোন উসকানি এড়ানোর পরামর্শ দেবো এবং কোনো বাহিনী গঠনের আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পায়ের নিচ থেকে আপনাদের আন্তর্জাতিক আইন তুলে নিন।”

আল-এজ্জি সতর্ক করে বলেন, “ইয়েমেনের সাথে যেকোনো উত্তেজনা শত্রুকে ৫০ বছরের ক্লান্তিকর সমস্যা তৈরি করে দিতে পারে। তবে শেষ কথা হলো আমরা গাজাকে ছেড়ে যাব না, যতক্ষণ আপনারা গাজার ওপর আপনাদের আগ্রাসন বন্ধ না করেন।"#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।