‘আমাদেরকে এখানে বৃদ্ধ হতে দেবেন না’
গাজায় বন্দিদের ভিডিও প্রকাশ: আমাদেরকে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করুন
-
ইসরাইলের মুক্তিপ্রাপ্ত দুই বন্দী (ফাইল ফটো)
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে আটক তিন বয়োবৃদ্ধ ইসরাইলি বন্দির একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে ওই তিন বন্দি তাদেরকে মুক্ত করে নেয়ার আবেদন জানিয়েছেন। হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেড সোমবার রাতে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এক মিনিটের ভিডিওটি প্রকাশ করেছে।
‘আমাদেরকে এখানে বৃদ্ধ হতে দেবেন না’ শিরোনামের ভিডিওতে দেখা যাচ্ছে, তিন ইসরাইলি বৃদ্ধ একটি অজ্ঞাত স্থানে বসে রয়েছেন এবং তাদের মধ্যে একজন কথা বলছেন। তিনি হিব্রু ভাষায় বলেন, দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগতে থাকা বেশ কয়েক ব্যক্তির সঙ্গে তিনি আটক রয়েছেন যাদের স্বাস্থ্যগত অবস্থা অত্যন্ত বিপর্যয়কর।
ইসরাইলি বন্দি বলেন, আমরা হচ্ছি সেই প্রজন্মের মানুষ যারা ইসরাইল সৃষ্টির সঙ্গে জড়িত ছিলাম। আমরাই ইসরাইলি সেনাবাহিনীর গোড়াপত্তন করেছি। আমরা বুঝতে পারছি না আমাদেরকে কেন এখানে ফেলে রাখা হয়েছে। তিনি দৃশ্যত ইসরাইল সরকারকে উদ্দেশ করে আরো বলেন, আমাদেরকে এখান থেকে মুক্ত করে নাও। এর জন্য কী দাম দিতে হয় সেটি মোটেও গুরুত্বপূর্ণ নয়। আমরা এখানে ইসরাইলি বিমান হামলায় মারা যেতে চাই না। আমাদেরকে নিঃশর্তভাবে মুক্ত করে নাও। ভিডিওর শেষাংশে তিন ব্যক্তি একসঙ্গে বলে ওঠেন, “আমাদেরকে এখানে বৃদ্ধ হয়ে যেতে দেবেন না।”
গত ৭ অক্টোবর ইসরাইলে প্রবেশ করে বড় ধরনের অভিযান চালায় হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন। ‘আল-আকসা তুফান’ নামের ওই অভিযানে প্রায় ৪০০ সেনাসহ ১,১৪৭ জন ইসরাইলি নিহত হয়। এসব সংগঠনের যোদ্ধারা ২৪০ ব্যক্তিকে গাজায় ধরে নিয়ে যায়। গত মাসের শেষদিকে সাত দিনের যুদ্ধবিরতির সময় এসব আটক ব্যক্তির অর্ধেককে মুক্তি দেয় হামাস। মুক্তি দেয়ার ক্ষেত্রে ইসরাইলি নারী ও শিশুদের পাশাপাশি ভুলক্রমে ধরে আনা বিদেশি নাগরিকদের অগ্রাধিকার দেয়া হয়।
এরপর হামাস জানায় তাদের হাতে আর কোনো বেসামরিক বন্দি নেই। হয় তারা ইসরাইলি সেনাবাহিনীতে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত সেনা।
সোমবার রাতের ভিডিওটি প্রকাশিত হওয়ার পর ইসরাইলি কর্মকর্তারা ওই তিন পণবন্দির পরিচয় প্রকাশ করেছে। তাদের মধ্যে ৭৯ বছর বয়সি যিনি কথা বলেছেন তার নাম চাইম পেরি। অপর দুজন ইয়োরাম মেতজগার (৮০) এবং আমিরাম কুপার (৮৪)।
এদিকে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর হামাসের হাতে আটক বন্দিদের পরিবারবর্গের সদস্যরা তাদের আন্দোলন আরো জোরদার করেছেন। তেল আবিবে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘটকারী আন্দোলনকারীরা অবিলম্বে তাদের বন্দিদের মুক্ত করে নেয়ার জন্য আরো জোর গলায় দাবি জানাতে শুরু করেছেন।
ইসরাইলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি হামাসের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওটিকে ‘অপরাধমূলক ও সন্ত্রাসী ভিডিও’ বলে বর্ণনা করেছেন। এর আগে হামাসের এ ধরনের ভিডিওকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে উল্লেখ করেছে তেল আবিব। #
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।