আমেরিকাকে জর্দানের রাজা
‘গাজার মানবিক সংকট বিবেচনায় নিয়ে দ্রুত যুদ্ধবিরতির ব্যবস্থা করুন’
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার বিষয়ে বিপর্যয়কর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ আমেরিকাকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল (রোববার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের সময় রাজা আব্দুল্লাহ এই আহ্বান জানান। একই সাথে তিনি গাজার মর্মান্তিক মানবিক সংকটের বিষয়টিও বিবেচনায় নেয়ার কথা বলেন।
রাজা আব্দুল্লাহ জোর দিয়ে বলেন, গাজার বেসামরিক জনগণকে রক্ষা এবং তাদেরকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করার জন্য দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে আমেরিকাকে চাপ সৃষ্টির আহ্বান জানান।
তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজার জনগণকে সেখান থেকে উচ্ছেদ করার যে পরিকল্পনা প্রকাশ করেছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এর বিপরীতে তিনি ফিলিস্তিনি শরণার্থীদেরকে নিজেদের ঘরবাড়িতে ফেরার পরিবেশ তৈরি করার উপর গুরুত্ব আরোপ করেন।
অধিকৃত পশ্চিম তীর থেকে গাজাকে বিচ্ছিন্ন করার যেকোন প্রচেষ্টাকে তিনি জোরালোভাবে প্রত্যাখ্যান করেন। রাজা আব্দুল্লাহ বলেন, ফিলিস্তিন সমস্যার ন্যায়সঙ্গত সমাধান ছাড়া এই অঞ্চলে কখনো শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে না। এছাড়া, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা যে সহিংসতা চালিয়ে আসছে তারও কড়া নিন্দা করেন জর্দানের রাজা।
গাজা এবং ইসরাইলের মধ্যে যে যুদ্ধ চলছে তা যাতে মধ্যপ্রাচ্যের আর কোথাও ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন। শনিবার তিনি জর্দান পৌঁছান। রোববার রাজা আবদুল্লাহর সাথে বৈঠক শেষে তার সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফরের কথা ছিল।#
পার্সটুডে/এসআইবি/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।