রয়টার্সের প্রতিবেদন
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লেবাননের হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। লেবাননের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
অক্টোবরে গাজায় ইসরাইলি গণহত্যা শুরুর পর থেকেই ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহও। গাজায় প্রতিরোধ সংগ্রামীদের ওপর চাপ কমাতে ইসরাইলের উত্তরাঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। অবশ্য এরিমধ্যে ইসরাইলের হামলায় হিজবুল্লাহ'র বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি হিজবুল্লাহকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হিজবুল্লাহ বলেছে মার্কিন প্রস্তাবের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
দৈনিক আল-আখবার এই প্রস্তাব প্রসঙ্গে লিখেছে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে আমেরিকা লেবানন সীমান্তবর্তী ইহুদি উপশহরগুলোর বাসিন্দাদের ফিরে আসার পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত লেবানন সীমান্তে যুদ্ধবিরতি সম্ভব হবে না। আগে গাজা যুদ্ধ বন্ধ হতে হবে, এরপরই কেবল রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের বিষয়টি সামনে আসতে পারে।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।