ইসরাইলকে কায়রো আলোচনায় ফিরতে স্বজনদের দাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i134572-ইসরাইলকে_কায়রো_আলোচনায়_ফিরতে_স্বজনদের_দাবি
গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তির দাবিতে আবারো তেল আবিবে ব্যাপক বিক্ষোভ- মিছিল ও সমাবেশ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বন্দীদের স্বজনরা তাদের পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে আবারো কায়রো আলোচনায় ফিরে যেতে দখলদার ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১৮:০৬ Asia/Dhaka
  • হামাসের হাত থেকে মুক্ত ইসরাইলি স্টেলা ইয়ানাই
    হামাসের হাত থেকে মুক্ত ইসরাইলি স্টেলা ইয়ানাই

গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তির দাবিতে আবারো তেল আবিবে ব্যাপক বিক্ষোভ- মিছিল ও সমাবেশ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বন্দীদের স্বজনরা তাদের পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে আবারো কায়রো আলোচনায় ফিরে যেতে দখলদার ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

গাজায় যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির বিষয়ে মিশরের রাজধানী কায়রোয় কয়েকদিন ধরে আমেরিকা, ইসরাইল, কাতার এবং মিশরের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং তারপর বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা শুরুর প্রশ্নে হামাস অনড় অবস্থান গ্রহণ করার পর ইসরাইলি প্রতিনিধি দল ওই আলোচনা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। কিন্তু বন্দীদের স্বজনরা আবারো কায়রো আলোচনায় ফিরে যাওয়ার জন্য ইসরাইলের মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকালের বিক্ষোভ সমাবেশে কোনো কোনো বক্তা ইসরাইল সরকারের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, বন্দিরা যদি আপনাদের ছেলে মেয়ে বা সন্তান হতো তাহলে আপনারা কী করতেন?

এর আগেও ইসরাইলি বন্দীদের মুক্তির দাবিতে তেল আবিবসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব সমাবেশ থেকে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পদত্যাগের দাবিও জানানো হয়। তবে নেতানিয়াহু বা তার সরকার এসব বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদকারীদের দাবি উপেক্ষা করে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে। বিশ্লেষকরা বলছেন, গাজায় আগ্রাসন বন্ধ করলে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে; এজন্য সে এই যুদ্ধ বন্ধ করতে চাইছে না।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৬