রাফার জাতিসংঘ খাদ্য বিতরণকেন্দ্রে ইসরাইলি হামলা; নিহত ৫, আহত ২২
https://parstoday.ir/bn/news/west_asia-i135624-রাফার_জাতিসংঘ_খাদ্য_বিতরণকেন্দ্রে_ইসরাইলি_হামলা_নিহত_৫_আহত_২২
অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে জাতিসংঘের একটি খাদ্য বিতরণকেন্দ্রে ইসরাইলের সন্ত্রাসী সেনাদের বর্বর হামলায় অন্তত পাঁচ জন শহীদ এবং ২২ জন আহত হয়েছেন। যে পাঁচজন মারা গেছেন তার মধ্যে একজন ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থার কর্মী রয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৫, ২০২৪ ১৪:২১ Asia/Dhaka
  • রাফার জাতিসংঘ খাদ্য বিতরণকেন্দ্রে ইসরাইলি হামলা; নিহত ৫, আহত ২২

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে জাতিসংঘের একটি খাদ্য বিতরণকেন্দ্রে ইসরাইলের সন্ত্রাসী সেনাদের বর্বর হামলায় অন্তত পাঁচ জন শহীদ এবং ২২ জন আহত হয়েছেন। যে পাঁচজন মারা গেছেন তার মধ্যে একজন ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থার কর্মী রয়েছেন।

আনরোয়া কমিশনার জেনারেল ফিলিপ লাজ্জারিনি এক বিবৃতিতে বলেছেন, রাফাহ শহরে জাতিসংঘের খাদ্য বিতরণকেন্দ্র বর্তমানে খুব কমই অক্ষত আছে। তার মধ্যে একটি কেন্দ্রে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। তিনি বলেন, যখন গাজায় খাদ্য সরবরাহ দ্রুত গতিতে ফুরিয়ে আসছে এবং মারাত্মকভাবে ক্ষুধা ছড়িয়ে পড়ছে তখন ইসরাইল এ হামলা চালালো। এতে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে।

লাজ্জারিনি বলেন, ইসরাইলি সেনারা একদিন আগে এই খাদ্য বিতরণকেন্দ্র নিয়ে সমন্বয় করার পরও সেখানে হামলা চালিয়েছে।

এদিকে, আনরোয়া আরেক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত এই টিমের ১৬৫ জন সদস্য নিহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।