গাজায় যুদ্ধ পুনরায় শুরু হওয়াকে স্বাগত জানাচ্ছেন ইহুদিবাদী জল্লাদরা
https://parstoday.ir/bn/news/west_asia-i148168-গাজায়_যুদ্ধ_পুনরায়_শুরু_হওয়াকে_স্বাগত_জানাচ্ছেন_ইহুদিবাদী_জল্লাদরা
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা পুনরায় শুরু করাকে স্বাগত জানিয়েছেন দুই কট্টর ইসরাইলি কর্মকর্তা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ১৯, ২০২৫ ২১:০১ Asia/Dhaka
  • গাজায় যুদ্ধ পুনরায় শুরু হওয়াকে স্বাগত জানাচ্ছেন ইহুদিবাদী জল্লাদরা

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা পুনরায় শুরু করাকে স্বাগত জানিয়েছেন দুই কট্টর ইসরাইলি কর্মকর্তা।

ইসরাইলি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির এবং ইসরাইলি সরকারের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজায় ইসরাইলি সরকারের নতুন করে নৃশংস হামলাকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে একটি নৈতিক ও সঠিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। পার্সটুডে অনুসারে,বেন-গাভির মঙ্গলবার বলেছেন যে তিনি গাজায় ইসরাইলের ব্যাপক আক্রমণে ফিরে আসাকে স্বাগত জানান।

একই সময়ে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও বলেছেন: "গাজা অভিযান এখন পর্যন্ত যা ঘটেছে তার থেকে আলাদা দেখাচ্ছে, এবং বিজয় অর্জনের জন্য আমাদের অবশ্যই শক্তির সাথে আমাদের কাজ পুনরায় শুরু করতে হবে।"

কয়েক ঘন্টা আগে, ইসরায়েলি চ্যানেল ১২ টেলিভিশন জানিয়েছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সপ্তাহে ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভারকে মন্ত্রিসভায় পুনর্বহাল করতে চান।

নেটওয়ার্কটি জানিয়েছে যে গতকাল বেন গাভিরের সাথে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং নেতানিয়াহু এই সপ্তাহে তাকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনতে ইচ্ছুক।

গাজায় ইসরাইলি বিমান হামলার প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জোর দিয়ে বলেছেন যে যুদ্ধে ফিরে যাওয়া জরুরি এবং গাজায় শান্তি প্রতিষ্ঠিত হবে না।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গাজা যুদ্ধের বিষয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্তের কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন: "জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি প্রতিদিন বৈঠক করে তবুও আমরা সকল বন্দীকে মুক্তি না দেওয়া এবং তাদের বাড়িতে না আনা পর্যন্ত লড়াই বন্ধ করব না!"

অন্যদিকে সেনাবাহিনীর প্রাক্তন ডেপুটি চিফ অফ স্টাফ এবং ইহুদিবাদী সরকারের বিরোধী দলের অন্যতম নেতা ইয়ার গোলান প্রধানমন্ত্রী বেনিয়ামনি নেতানিয়াহুর উপর আক্রমণ করে বলেছেন যে নেতানিয়াহু তার নিজের বেঁচে থাকার জন্য বন্দি এবং ইহুদিবাদী সৈন্যদেরকে খেলার তাস হিসেবে ব্যবহার করছেন। দুর্নীতিগ্রস্ত ও বিপজ্জনক নেতানিয়াহুর হাত থেকে সরকারকে বাঁচাতে অধিকৃত অঞ্চলগুলোতে ব্যাপক বিক্ষোভ করা উচিত।#

 

পার্সটুডে/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।