ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের উপর 'আল্লাহর শাস্তি' নাযিল করছে
(last modified Fri, 23 May 2025 20:30:00 GMT )
মে ২৪, ২০২৫ ০২:৩০ Asia/Dhaka
  • হাইফা বন্দর
    হাইফা বন্দর

পার্স টুডে: সামাজিক মাধ্যম 'এক্স'-এর ব্যবহারকারীরা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হাইফা বন্দর অবরোধের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, তারা হাইফা বন্দর অবরোধের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, "হাইফা বন্দর অবরোধ ইসরাইলি রেজিমের বর্বর হামলা বৃদ্ধি এবং গাজাবাসীর উপর অবরোধ ও ক্ষুধার নীতির বিরুদ্ধে একটি জবাব।" 

ইয়েমেনি বাহিনী সতর্ক করেছে যে, এই বিবৃতি জারির পর থেকে হাইফা বন্দর আনুষ্ঠানিকভাবে ইয়েমেনের সামরিক লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত হয়েছে। পার্স টুডের প্রতিবেদন অনুযায়ী, এক্স ব্যবহারকারীরা ইয়েমেনের এই পদক্ষেপকে গাজাবাসীর প্রতি সমর্থন হিসেবে দেখছেন এবং এটিকে সাহসী কর্ম বলে বর্ণনা করছেন।

ইয়েমেন ইসরাইলের অর্থনীতি ধ্বংস করছে

এক্স-এর এক সক্রিয় ব্যবহারকারী 'পুর হোসেন' লিখেছেন: "ইয়েমেন ইতিমধ্যেই ইলাত বন্দর ও বেন গুরিয়ন বিমানবন্দর অকার্যকর করে ইসরাইলের অর্থনীতি ধ্বংস করেছে। এখন তারা হাইফা বন্দরকে লক্ষ্য করে ইসরাইল ও তার মিত্রদের শিক্ষা দিচ্ছে। ইয়েমেন প্রমাণ করেছে যে, অন্যান্য আরব নেতাদের বিপরীতে তাদের মধ্যে সাহস আছে এবং তারা ইসলামের সম্মান রক্ষা করছে।"

ইসরাইলের উপর চাপ বাড়াচ্ছে ইয়েমেন

অন্য একজন ব্যবহারকারী 'মুজতাবা' লিখেছেন: "ইয়েমেন ইসরাইলের সমস্ত বিমানবন্দরকে তাদের লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত করেছে, যাতে অবরোধ আরও কঠোর হয়। আজ ইয়েমেন এই অপরাধী রাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত অবরোধের ঘোষণা দিয়েছে। হাইফায় আঘাত মানে ইসরাইলের সমস্ত সামুদ্রিক বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া।"

ইয়েমেনের সাহসী অবস্থান

'খোশনাম' নামের আরেক ব্যবহারকারী লিখেছেন: "ইয়েমেন যদি ব্যাপকভাবে হাইফা, তেল আবিব ও ইলাত বন্দরকে লক্ষ্যবস্তু করে, তাহলে ইনশাআল্লাহ গাজার অবরোধ ভেঙে যাবে।"
ইয়েমেন ইসরাইলের উপর 'আল্লাহর শাস্তি' নাযিল করছে
এক্স-এর আরেক সক্রিয় ব্যবহারকারী 'আসাদি' মন্তব্য করেছেন: "ইয়েমেন ইসরাইলের উপর আল্লাহর শাস্তি নাযিল করছে। এই রাষ্ট্র এখন দিনরাত বীর ইয়েমেনের কঠোর আঘাত সহ্য করছে!"

ইয়েমেনের দৃঢ় প্রতিজ্ঞা

ইয়েমেনি ব্যবহারকারী 'আবু হাশেম জুবারা' লিখেছেন: "বিশ্ব শুনে রাখুক, ইয়েমেন গাজায় তার ভাইদের সমর্থন ও রক্ষার জন্য পুরো বিশ্বের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। আমরা কোনো পরিণতিরই তোয়াক্কা করছি না, তা যত বড়ই হোক না কেন। আমরা গাজাকে কখনোই ছেড়ে দেব না।"

ঈমানদারদের বিজয় আসন্ন

অন্য একজন ইয়েমেনি ব্যবহারকারী 'আল-মুরতাজা আল-মারওয়ানি' লিখেছেন: "আমরা আল্লাহর উপর ভরসা করে এবং তাঁর নির্দেশ অনুসরণ করে মজলুমদের পাশে দাঁড়িয়েছি ও জালিমদের বিরুদ্ধে লড়াই করছি। আমরা এই অপরাধী শত্রুকে হাইফা বন্দরে অবরোধ করেছি। আমাদের অবস্থান তাদের মতো যারা বিশ্বাস করে যে শক্তি শুধুমাত্র আল্লাহর কাছ থেকে আসে এবং বিজয় তাদের জন্য যারা তাঁর প্রতিশ্রুতি অনুসরণ করে ও সত্যের পথে চলেছে।"

ইয়েমেনের বিবৃতি আরব লীগের সব বিবৃতিকে ছাড়িয়ে গেছে

'আবু তাহা আল-মুখালাফি' ইয়েমেনি সেনাবাহিনীর বিবৃতিকে প্রশংসনীয় বলে উল্লেখ করে লিখেছেন: "আরব লীগের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সমস্ত সম্মেলনের বিবৃতি সংগ্রহ করে যদি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হাইফা অবরোধের এই একটি বিবৃতির সাথে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে যে ইয়েমেনের এই দৃঢ় অবস্থান আরব লীগের সমস্ত বিবৃতিকে ছাড়িয়ে গেছে।"

এই প্রতিক্রিয়াগুলো ইয়েমেনের সাহসী পদক্ষেপের প্রতি বিশ্বব্যাপী মানুষের সমর্থন ও ইসরাইলি নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষকে প্রতিফলিত করে।#

পার্সটুডে/এমএআর/১১