'আমরা ইহুদিবাদীদের শান্তির ঘুম কেড়ে নেব': ইসরাইলের আগ্রাসনের জবাবে ইয়েমেনের আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i150262-'আমরা_ইহুদিবাদীদের_শান্তির_ঘুম_কেড়ে_নেব'_ইসরাইলের_আগ্রাসনের_জবাবে_ইয়েমেনের_আনসারুল্লাহ
ইয়েমেনের বিপ্লবী আনসারুল্লাহ সংগঠনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিশ্রুতি দিয়েছেন যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সরকারের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে 'ইসরাইলি ঘুম কেড়ে নেবে।'
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৭, ২০২৫ ১৯:৪৮ Asia/Dhaka
  • 'আমরা ইহুদিবাদীদের শান্তির ঘুম কেড়ে নেব': ইসরাইলের আগ্রাসনের জবাবে ইয়েমেনের আনসারুল্লাহ

ইয়েমেনের বিপ্লবী আনসারুল্লাহ সংগঠনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিশ্রুতি দিয়েছেন যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সরকারের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে 'ইসরাইলি ঘুম কেড়ে নেবে।'

ইয়েমেনের আনসারুল্লাহ মিডিয়া অফিসের উপ-প্রধান নাসরুদ্দিন আমের বলেছেন,  'ইসরাইলিদেরকে আশ্রয়স্থলে যেতে হবে কারণ যে কেউ গাজায় লঙ্ঘন করবে তাদের শান্তিপূর্ণ ঘুম হবে না।  রোববার রাতে ইসরাইলি যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দরে কমপক্ষে ২০টি বিমান হামলা চালিয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে যে বিমান বাহিনী ইয়েমেনের উপর ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা করেছে। 'গাজা একা নয় এবং নিপীড়নের মুখে ইয়েমেন চুপ থাকবে না।' তিনি বলেন, 'অধিকৃত অঞ্চলের গভীরে ইয়েমেনি হামলা বন্ধ করতে সক্ষম হয়নি এবং পারবেও না।"

আমের জোর দিয়ে বলেছেন যে গাজাকে সমর্থন করার অভিযান কেবল তখনই বন্ধ হবে যদি ইসরাইলি সরকারের আগ্রাসন বন্ধ হয় এবং গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে যে আরব দেশটির বিরুদ্ধে তেল আবিব সরকারের সরকারের বিমান হামলার পর অন্তত একটি ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অধিকৃত ফিলিস্তিনের আকাশে প্রবেশ করেছে।

এই হামলার ফলে অধিকৃত পশ্চিম তীর এবং আল-কুদসের এলাকা সহবেশ কয়েকটি বসতিতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আঘাতের আশঙ্কায় ইসরাইলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরে সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় বলেছেন, 'ইসরাইল আমাদের দেশের উপর যতই আক্রমণ চালিয়ে যাক না কেন এবং আমাদের গুরুত্বপূর্ণ পরিষেবা সুবিধাগুলো যতই ক্ষতিগ্রস্ত করুক না কেন,আমাদের জনগণ গাজার প্রতি সমর্থন জানানোর ক্ষেত্রে আরও দৃঢ় এবং অবিচল থাকবে যতক্ষণ না এর বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ প্রত্যাহার করা হয়।'#

 

পার্স টুডে/এমবিএ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।