সানায় ইসরায়েলি বোমা হামলা; ইহুদিবাদী আগ্রাসন ব্যর্থ: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i151412-সানায়_ইসরায়েলি_বোমা_হামলা_ইহুদিবাদী_আগ্রাসন_ব্যর্থ_আনসারুল্লাহ
পার্স টুডে - ইহুদিবাদী ইসরায়েল রবিবার ইয়েমেনের রাজধানী সানাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
(last modified 2025-08-26T11:51:55+00:00 )
আগস্ট ২৫, ২০২৫ ১৭:০৪ Asia/Dhaka
  • সানায় ইসরাইলি বোমা-বর্ষণ
    সানায় ইসরাইলি বোমা-বর্ষণ

পার্স টুডে - ইহুদিবাদী ইসরায়েল রবিবার ইয়েমেনের রাজধানী সানাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আল জাজিরা নিউজ নেটওয়ার্ক সানায় প্রচণ্ড বিস্ফোরণের খবর দিয়ে ঘোষণা করেছে যে ইয়েমেনি রাজধানীর দক্ষিণ-পশ্চিমে তেল-উপজাত দ্রব্যের গুদাম লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। পার্স টুডের খবরে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ইসরায়েল সানায় রাষ্ট্রপতি প্রাসাদের কাছে একটি এলাকা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

যদিও ইসরায়েলি টেলিভিশন দাবি করেছে যে সানার রাষ্ট্রপতি প্রাসাদে আজকের হামলার লক্ষ্যবস্তু ছিল ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরেদ্দিন আল-হুথিকে হত্যার চেষ্টা এবং হুদাইদাহদাহ ও সানায় ক্ষেপণাস্ত্র অবকাঠামো। ইয়েমেনি মিডিয়া জানিয়েছে যে এই হামলায় সানার কেবল কিছু বেসামরিক অবকাঠামো, যার মধ্যে হাজিজ কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রও রয়েছে, লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইতিমধ্যে, ইয়েমেনের আল-মাসিরাহ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে যে ইসরায়েলি হামলাগুলো সানার আসসিত্তিন স্ট্রিটে (৬০) তেল কোম্পানির একটি ডিপো বা গুদামকে লক্ষ্য করে করা হয়েছে।

এইসব হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ বলেছেন: "ইয়েমেনি জনগণের ওপর হামলা ব্যর্থ হয়েছে এবং এটি একটি ব্যর্থতা, শত্রুর জন্য এর একমাত্র অর্জন হবে হতাশা ও পরাজয়। আমাদের কাছে যা গুরুত্বপূর্ণ তা হল গাজায় যুদ্ধ বন্ধ করা ও ফিলিস্তিনের এই শহরটির ওপর থেকে অবরোধ তুলে নেয়া।"

আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় সানায় ইহুদিবাদী আগ্রাসনকে ঘৃণ্য বলে অভিহিত করেছে এবং জোর দিয়ে বলেছে যে শত্রুরা সবসময়ই বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে যার সঙ্গে সামরিক খাতের সাথে কোনও সম্পর্ক নেই এবং গাজায় তারা যা করছে এখানেও একইভাবে তারা বেসামরিক নাগরিকদের ক্ষতি করার উপর নির্ভর করছে।

ইসরায়েলি চ্যানেল ১৫ টিভি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে রোববার সন্ধ্যায় ১৪ টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান ৪০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করে ইয়েমেনি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে: ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলি হামলায় চার ইয়েমেনি নিহত ও ৬৭ জন আহত হয়েছেন।

এই হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ও এক বিবৃতিতে ঘোষণা করেছে: "গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া ও এই অঞ্চলের অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেন এই অঞ্চলে আমেরিকান-ইহুদিবাদী পরিকল্পনার মোকাবেলা করা থেকে পিছপা হবে না এবং শত্রুর আগ্রাসনের প্রতিক্রিয়ায় তার সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে যে কোনও পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকবে না।" #
 

পার্স টুডে/এমএএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।