হিজবুল্লাহ: অস্ত্র আমাদের রেড লাইন; ইসরায়েলি হামলার বিষয়ে কাতারের প্রথম প্রতিক্রিয়া
পার্সটুডে- কাতার এয়ারওয়েজ তাদের ইন্টারঅ্যাকটিভ ফ্লাইট ম্যাপ থেকে ‘ইসরায়েল’ নামটি মুছে দিয়েছে এবং তার পরিবর্তে ‘ফিলিস্তিনি ভূখণ্ড’ ব্যবহার করেছে।
কাতারের দোহার ওপর ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনি জনগণের প্রতি কাতারের ব্যাপক সমর্থনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন কাতারের অব্যাহত ফিলিস্তিনপন্থী অবস্থান ও মুসলিম ঐক্য জোরদারের ইঙ্গিত বহন করে।
দখলকৃত ভূখণ্ডে অভিবাসন কমেছে
ইসরায়েলি অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েলে অভিবাসন ৩৪ শতাংশ কমেছে। গত বছর ইহুদি নববর্ষ থেকে এ পর্যন্ত প্রায় ২১ হাজার ৪৪৪ অভিবাসী সেখানে প্রবেশ করেছে, যেখানে আগের বছর একই সময়ে এ সংখ্যা ছিল ৩২ হাজার ১৪০।
হিজবুল্লাহ: অস্ত্র নিয়ে বিদেশি চাপ গ্রহণযোগ্য নয়
হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেলের রাজনৈতিক সহকারী হাসান খলিল বলেছেন, বিদেশিদের নির্দেশে হিজবুল্লাহর বিরুদ্ধে অস্ত্র সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা লেবাননের সার্বভৌমত্বের পরিপন্থী। তিনি জানান, এ ধরনের চাপ কেবল প্রতিরোধের অস্ত্র নয়, লেবাননের জনগণের জীবিকা, পুনর্গঠন এবং সেনাবাহিনীর বাজেটের ক্ষেত্রেও স্পষ্ট ব্ল্যাকমেইল। অস্ত্র হিজবুল্লাহর রেড লাইন বলে তিনি মন্তব্য করেন।
হামাস: ট্রাম্পের বক্তব্য দ্বিচারিতা
গাজার ওপর ইসরায়েলি হামলা এবং বন্দি ইসরায়েলিদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ইসলামী প্রতিরোধ সংগঠন হামাস ‘মার্কিন বৈদেশিক নীতির ভয়াবহ দ্বিমুখিতা’র প্রতিফলন বলে উল্লেখ করেছে।
তাদের মতে, এই অবস্থান শুধু ইসরায়েলি বয়ানকে সমর্থনই করছে না, বরং প্রায় ৬৫ হাজার নিরীহ বেসামরিকের হত্যাযজ্ঞ ও জাতিগত নিধনকেও উপেক্ষা করছে।
গাজার রক্তাক্ত রাত
সোমবার রাতে গাজায় ইসরায়েলি সেনাদের টানা বিমান ও স্থল হামলা এবং ভয়াবহ বিস্ফোরণ এমনকি বিস্ফোরক রোবট ব্যবহারের কারণে এলাকাটি পরিণত হয় রক্তাক্ত নগরীতে। ‘আল-দারাজ’ এলাকায় এক বাড়িতে হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।
জাতিসংঘ: গাজায় প্রকৃত নিহতের সংখ্যা ১০ গুণ বেশি
জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ জানিয়েছেন, গাজায় নিহতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের তুলনায় অন্তত ১০ গুণ বেশি হতে পারে।
তিনি বলেন, যদিও সরকারি হিসাবে বলা হচ্ছে ৬৫ হাজার মানুষ নিহত হয়েছে এবং নিহতদের ৭৫ শতাংশ নারী ও শিশু। কিন্তু মনে হচ্ছে বাস্তবে এই সংখ্যা প্রায় ৬ লাখ ৮০ হাজার। কারণ গবেষকরা এমনটাই মনে করছেন।#
পার্সটুডে/এসএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।