নেতানিয়াহুর নির্দেশে গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i153516-নেতানিয়াহুর_নির্দেশে_গাজায়_ইসরায়েলি_বাহিনীর_তীব্র_হামলা
পার্সটুডে- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিথ্যা অজুহাতে গাজা উপত্যকায় ব্যাপক হামলার নির্দেশ দিয়েছেন।
(last modified 2025-10-30T10:19:47+00:00 )
অক্টোবর ২৯, ২০২৫ ১৭:৪৩ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
    যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

পার্সটুডে- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিথ্যা অজুহাতে গাজা উপত্যকায় ব্যাপক হামলার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় দাবি করেছে যে রাফায় একজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর নেতানিয়াহু গাজায় তাৎক্ষণিকভাবে "শক্তিশালী আক্রমণ" করার নির্দেশ দিয়েছেন। পার্সটুডে অনুসারে,গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, নেতানিয়াহুর গাজা উপত্যকায় আক্রমণের নির্দেশের পর উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় ২৪ শিশুসহ ৬৩ জন ফিলিস্তিনি শহীদ এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

ইসরায়েলি শাসক গোষ্ঠী কর্তৃক ১২৫টি যুদ্ধবিরতি লঙ্ঘন

এদিকে,গাজার সরকারি তথ্য অফিস ঘোষণা করেছে,  দখলদাররা ১২৫টি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যার মধ্যে ৯৪ জন ফিলিস্তিনি শহীদ এবং ৩৪৪ জন আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণ শুরু হওয়ার পর থেকে ৬৮,৫৩১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১,৭০,৪০২ জন আহত হয়েছেন।

যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় হামাস: আমরা ইহুদিবাদীর মৃতদেহ হস্তান্তর করব না

ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর সামরিক শাখা কাসাম ব্রিগেডস ইনফরমেশন সেন্টারও ঘোষণা করেছে,  একটি সুড়ঙ্গে একজন ইহুদি বন্দীর মৃতদেহ পাওয়া গেছে। তবে দখলদারদের দ্বারা যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে আমরা এটি হস্তান্তর স্থগিত করছি। আমরা জোর দিয়ে বলছি যে আক্রমণের যে কোনও বৃদ্ধি অনুসন্ধান, খনন এবং উদ্ধার অভিযান অব্যাহত রাখতে বাধা দেবে এবং বন্দীদের মৃতদেহ ফেরত স্থগিত করা হবে।

হামাস যুদ্ধবিরতি মেনে চলার উপর জোর দিয়েছে

হামাস আন্দোলন একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছে যে রাফায় গুলি চালানোর ঘটনা এবং একজন ইসরায়েলি সৈন্য হত্যার সাথে এর কোনও সম্পর্ক নেই এবং তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলাকে হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করে। এই আন্দোলন চুক্তির নিশ্চয়তা প্রদানকারী মধ্যস্থতাকারীদের কাছে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন রোধে এবং প্রতিশ্রুতি লঙ্ঘন বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইহুদিবাদী মিডিয়া: রাফায় গুলি চালানোর ঘটনায় হামাসের জড়িত থাকার কোনো প্রমাণ ইসরায়েলি সেনাবাহিনীর কাছে নেই

এই প্রসঙ্গে, ইহুদিবাদী সুরক্ষা মিডিয়া "ওয়ালানিউজ" বুধবার লিখেছে,দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলি সৈন্যদের উপর গুলি চালানো এবং তাদের একজনকে হত্যা করার অজুহাতে ইসরায়েলি হামলা পুনরায় শুরু করার কথা উল্লেখ করে বলেছে,  গুলি চালানোর ঘটনায় হামাসের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর কাছে কোনও প্রমাণ নেই।#

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।