'বৃহত্তর ইসরায়েল' গঠনের প্রকল্প গণহত্যার উপর ভিত্তি করে তৈরি: রাজনৈতিক বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/west_asia-i153570-'বৃহত্তর_ইসরায়েল'_গঠনের_প্রকল্প_গণহত্যার_উপর_ভিত্তি_করে_তৈরি_রাজনৈতিক_বিশ্লেষক
পার্সটুডে- মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের নীতির সমালোচক এবং রাজনৈতিক বিশ্লেষক, গাজা সংকটের বিভিন্ন দিক এবং এতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করেছেন। তিনি গাজায় দুই বছরের অব্যাহত যুদ্ধ ও গণহত্যার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছেন যে এই মানবিক বিপর্যয় বিশ্বের জনগণকে ইসরায়েলিদের আসল চেহারা এবং ইসরায়েলি শাসনব্যবস্থার প্রকৃতি আরও ভালভাবে বুঝতে সাহায্য করেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ৩১, ২০২৫ ১৬:৩৭ Asia/Dhaka
  • •	রাজনৈতিক বিশ্লেষক জিমি মুর
    • রাজনৈতিক বিশ্লেষক জিমি মুর

পার্সটুডে- মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের নীতির সমালোচক এবং রাজনৈতিক বিশ্লেষক, গাজা সংকটের বিভিন্ন দিক এবং এতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করেছেন। তিনি গাজায় দুই বছরের অব্যাহত যুদ্ধ ও গণহত্যার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছেন যে এই মানবিক বিপর্যয় বিশ্বের জনগণকে ইসরায়েলিদের আসল চেহারা এবং ইসরায়েলি শাসনব্যবস্থার প্রকৃতি আরও ভালভাবে বুঝতে সাহায্য করেছে।

পার্সটুডে অনুসারে, রাজনৈতিক বিশ্লেষক জিমি মুর বিশ্বাস করেন যে "বৃহত্তর ইসরায়েল" প্রকল্প গণহত্যা এবং জাতিগত নির্মূলের উপর ভিত্তি করে তৈরি এবং এর লক্ষ্য হল এই অঞ্চলে ইহুদিবাদী আধিপত্য বিস্তার করা।

মুর বলেন যে গাজা সংকটের আগে অনেক আমেরিকান মানুষ নাকবা এবং বেলফোর ঘোষণার মতো ধারণা সম্পর্কে অবগত ছিল না, কিন্তু এখন, স্পষ্টতই অপরাধ প্রত্যক্ষ করার পর, ইসরায়েল সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে এবং তারা এটিকে একটি যুদ্ধবাজ এবং সন্ত্রাসী শাসনব্যবস্থা বলে মনে করে।

গাজা সংকটে আমেরিকার ভূমিকা

এই পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষক ইসরায়েলকে সমর্থন করার ক্ষেত্রে আমেরিকার ভূমিকা সম্পর্কে বলেন যে, গত দুই বছরে মার্কিন যুক্তরাষ্ট্র তেল আবিবকে প্রায় ৩ হাজার কোটি ডলার আর্থিক সহায়তা এবং অস্ত্র সরবরাহ করেছে, যা মুরের মতে, গাজায় গণহত্যা অব্যাহত রাখার মূল কারণ ছিল এবং এটি ছাড়া ইসরায়েল এই পদক্ষেপগুলো চালিয়ে যেতে পারত না।

জিমি মুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন যে ট্রাম্প ইসরায়েলের সামরিক বাজেট কমিয়ে গণহত্যা বন্ধ করতে পারতেন, কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী লবিদের উপর তার রাজনৈতিক ও আর্থিক নির্ভরতার কারণে তা করেননি এবং তিনি এই সম্পর্ককে এমন একটি সম্পর্ক হিসাবে বর্ণনা করেছেন যেখানে ইসরায়েলকে কমান্ডারের পদে এবং মার্কিন প্রেসিডেন্টকে অধস্তন পদে রাখা হয়।

ইহুদিবাদী লবি এবং মার্কিন নীতির নিয়ন্ত্রণ

মুর মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রে ইহুদিবাদী লবিং গ্রুপ AIPAC-এর ভূমিকার কথাও উল্লেখ করে বলেন যে, এই সংস্থা রাজনীতিবিদদের পেছনে কোটি কোটি ডলার ব্যয় করে ইসরায়েলের দাবি মেনে চলতে বাধ্য করে।

ইরানভীতি এবং ভুয়া অভিযান

মার্কিন ও ইসরায়েলি নীতির সমালোচক এই রাজনৈতিক বিশ্লেষক, ইরানের হুমকি সম্পর্কে নেতানিয়াহুর সাম্প্রতিক দাবির কথা উল্লেখ করেছেন। নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলার আশঙ্কা ব্যক্ত করেছেন। অথচ বাস্তবতা হচ্ছে,  খোদ ইসরায়েলেরই এই ধরনের হামলা চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এর লক্ষ্য জনমতকে বিভ্রান্ত করা এবং ভুয়া উত্তেজনা তৈরি করা।

মার্কিন অভ্যন্তরীণ সংকট এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ

জিমি মুর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন যে ট্রাম্প দেশটির বিভিন্ন শহরে সেনাবাহিনী ব্যবহার করে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করেছেন। জোর দিয়ে বলেছেন যে আসল সন্ত্রাসীরা হল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং আইএস জঙ্গিরা ও আল-কায়েদার মতো গোষ্ঠীগুলি তেল আবিব ও ওয়াশিংটনের আর্থিক ও সামরিক সহায়তায় বেড়ে উঠেছে। সবশেষে তিনি বলেছেন যে "বৃহত্তর ইসরায়েল" প্রকল্পটি দখল, গণহত্যা এবং জনমতকে প্রতারণার ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং তাই বিশ্বকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।#

পার্সটুডে/এমআরএইচ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।