আলেপ্পোর উত্তরে একটি শিবির দখল করেছে সিরিয় বাহিনী
সিরিয় সেনাবাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো নগরীর উত্তর অংশে অবস্থিত একটি শরণার্থী শিবির সন্ত্রাসীদের কাছ থেকে পুনর্দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ(শনিবার) হানদারাত শরণার্থী শিবিরটি পুনর্দখলে নেয়ার বিষয়টি সিরিয় সেনাবাহিনী এবং সন্ত্রাসীরা নিশ্চিত করেছে।সিরিয়ার আল-ইখবারিয়া টেলিভিশন চ্যানেল এবং কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও এ বিষয়টি নিশ্চিত করেছে।
শরণার্থী শিবির দখলের লড়াইয়ে ফিলিস্তিনি যোদ্ধারা সিরিয় বাহিনীকে সহায়তা করেছে বলে মার্কিন সংবাদ সংস্থা 'এসোশিয়েটেড প্রেস' জানিয়েছে।এদিকে, অবজারভেটরি বলেছে, রুশ এবং সিরিয় বিমান বাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণের কারণে এ শিবিরটি পুনরায় দখল করা সম্ভব হয়েছে।
এর আগে সরকারি বাহিনীর বিমান হামলায় শহরটির উত্তর অংশে আলাদাভাবে ২৫ ব্যক্তি নিহত হয়েছে বলে জানায় সংস্থাটি।
এদিকে,গত বৃহস্পতিবার ঘোষিত নতুন করে আলেপ্পো অভিযান পরিকল্পণা অনুযায়ী এগিয়ে চলছে বলে সিরিয়ার একটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে। অভিযানে সুনির্দিষ্ট লক্ষবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম কেবল এমন সব অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলেও ওই সূত্রটি জানায়। অবশ্য সরকারি বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে তাও অস্বীকার করেছে ওই সূত্রটি।#
পার্সটুডে/মূসা রেজা/২৪