জানাযায় হামলা সৌদি ও আমেরিকার হতাশার প্রমাণ: হুথি নেতা
(last modified Mon, 10 Oct 2016 01:04:47 GMT )
অক্টোবর ১০, ২০১৬ ০৭:০৪ Asia/Dhaka
  • আব্দুল মালিক আল-হুথির ভাষণ সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয়।
    আব্দুল মালিক আল-হুথির ভাষণ সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয়।

দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের ব্যাপারে সৌদি আরব ও আমেরিকা হতাশ হয়ে পড়েছে। এ কারণে সৌদি নেতৃত্বাধীন জোট রাজধানী সানায় জানাযার নামাজে অংশগ্রহণকারী হাজার হাজার মুসল্লির ওপর পাশবিক বিমান হামলা চালিয়েছে।

এ অভিযোগ করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি।

শনিবার ইয়েমেনের রাজধানী সানায় একজন হুথি নেতার পিতার জানাযার নামাজে ভয়াবহ বিমান হামলা চালায় সৌদি আরব। এতে অন্তত ১৪০ ব্যক্তি নিহত হন।

রোববার জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে ওই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে আব্দুল মালেক আল-হুথি বলেন, ওয়াশিংটনের সবুজ সংকেত না পেলে সানায় এ হামলা চালানোর সাহস করত না রিয়াদ। এই হত্যাযজ্ঞের জন্য সবচেয়ে বড় দায় আমেরিকার। আমেরিকা ও সৌদি আরব গণহত্যা চালাতে অভ্যস্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 হুথি আনসারুল্লাহ নেতা বলেন, এই হত্যাকাণ্ড সৌদি আরবের দেউলিয়াত্বের প্রমাণ বহন করে এবং এটাও বুঝিয়ে দেয় যে, রিয়াদের পক্ষে যেকোনো অপরাধ করা সম্ভব। মার্কিন অস্ত্র ও জঙ্গিবিমান দিয়ে সৌদি আরব শনিবারের হামলা চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মার্কিনিরা যেসব স্থান নির্ধারণ করে দেয় সৌদি আরব সেসব স্থানেই হামলা চালায়।

সৌদি-মার্কিন আগ্রাসন রুখতে ইয়েমেনের সব সামর্থ্যবান পুরুষকে যুদ্ধক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান আব্দুল মালেক আল-হুথি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০