আলেপ্পোর একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটির পুরো নিয়ন্ত্রণ নিল সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i23809-আলেপ্পোর_একটি_বিমান_প্রতিরক্ষা_ঘাঁটির_পুরো_নিয়ন্ত্রণ_নিল_সিরিয়_বাহিনী
সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর দক্ষিণে বিমান প্রতিরক্ষা ঘাঁটির পুরোপুরি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সন্ত্রাসীদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের পর এ ঘাঁটি নিয়ন্ত্রণ নেয়া হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ২৩, ২০১৬ ২১:৩১ Asia/Dhaka
  • আলেপ্পোর একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটির পুরো নিয়ন্ত্রণ নিল সিরিয় বাহিনী

সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর দক্ষিণে বিমান প্রতিরক্ষা ঘাঁটির পুরোপুরি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সন্ত্রাসীদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের পর এ ঘাঁটি নিয়ন্ত্রণ নেয়া হয়।

স্থানীয় একটি সূত্র ঘাঁটি মুক্ত হওয়ার খবরটি দিয়েছে বলে আজ(রোববার) জানিয়েছে রাশিয়ার আরআইএ নভোস্তি সংবাদ সংস্থা।

এরই মধ্যে সিরিয় সেনাবাহিনীর প্রকৌশলীরা সামরিক এ ঘাঁটিতে সন্ত্রাসীদের পেতে এবং ফেলে রাখা মাইন অকেজো ও ধ্বংস করার কাজ শুরু করে দিয়েছে।

গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টার সময়ে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর আজ খুব ভোরে এ ঘাঁটি দখলের অভিযান শুরু হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৩