আলেপ্পোর আরো এলাকা জঙ্গিমুক্ত করেছে সেনাবাহিনী (ভিডিও)
সিরিয়ার সংঘর্ষ কবলিত আলেপ্পো শহরের আরেকটি এলাকা জয়েশ আল-ফাতাহ জঙ্গিদের হাত থেকে মুক্ত করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার নগরীর ‘মিনিয়ান’ এলাকাটি পুনর্দখল করে সরকারি সেনারা। এ সময় আল-কায়েদার সহযোগী এ সন্ত্রাসী গোষ্ঠীর জঙ্গিরা পার্শ্ববর্তী দাহিয়াত আল-আসাদ এলাকায় পালিয়ে যায়।
সিরিয়ার সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে গত শনিবার মরণপণ আক্রমণ চালিয়ে মিনিয়ান এলাকাটি দখল করে নিয়েছিল জয়েশ আল-ফাতাহ।
সিরিয়ার এক সময়কার বাণিজ্যিক রাজধানী আলেপ্পো বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে রয়েছে। এটির পশ্চিম অংশ সরকারি বাহিনীর দখলে থাকলেও গত কয়েক বছর ধরে এর পূর্ব অংশ নিয়ন্ত্রণ করছে উগ্র জঙ্গিরা।
এদিকে সন্ত্রাসীদেরকে আলেপ্পোর পূর্ব অংশ ছেড়ে সরে যাওয়ার জন্য রাশিয়া যে মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে তা প্রত্যাখ্যান করেছে জঙ্গিরা। পূর্ব আলেপ্পোয় তৎপর জঙ্গি গোষ্ঠী ‘ফাসতাকিম ইউনিয়ন’র সদস্য জাকারিয়া মালাহিফজি বলেছেন, তারা রাশিয়ার হাতে আলেপ্পোর নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে শহর ছেড়ে যাবেন না।
বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই যুদ্ধবিরতি ঘোষণা করে বলেছিলেন, শুক্রবার ১০ ঘন্টার জন্য এ যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময় পূর্ব আলেপ্পোয় ত্রাণ পৌঁছে দেয়ার জন্য যেমন কয়েকটি করিডর খোলা হবে তেমনি জঙ্গিদের পালিয়ে যাওয়ার জন্য দু’টি করিডর উন্মুক্ত থাকবে। কিন্তু মালাহিফজি দাবি করেছেন, আলেপ্পোর বাইরে তাদের জন্য কোনো নিরাপদ করিডর নেই।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩