আলেপ্পোর ৯৩ ভাগ এলাকা সিরিয় বাহিনীর নিয়ন্ত্রণে: রাশিয়া
-
সিরিয়ার সেনাদের লড়াই
রাশিয়া জানিয়েছে, সিরিয়ার স্থলবাহিনী ও মিত্র যোদ্ধারা পূর্ব আলেপ্পোয় উগ্র সন্ত্রাসীদের দখলে থাকা ৫২টি এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে। ফলে পুরো আলেপ্পোর শতকরা ৯৩ ভাগ এলাকা এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সের্গেই রুদস্কয় আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছেন এবং তার এ মন্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। তিনি জানান, “গত চার দিনে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা মোট ভূমির এক-তৃতীয়াংশ মুক্ত করা হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী এখন শতকরা ৯৩ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।”
সের্গেই রুদস্কয় জানান, গত ২৪ ঘণ্টায় ১০,৫০০ বেসামরিক মানুষ পূর্ব আলেপ্পো ছেড়ে চলে গেছে। পূর্ব আলেপ্পো ছেড়ে আসা লোকজন জানিয়েছেন, মার্কিন সমর্থিত কথিত মধ্যপন্থি গেরিলারা শহরে বেসামরিক লোকজনের ওপর নির্যাতন ও গণভাবে হত্যাকাণ্ড চালিয়েছে।
রুশ এ কর্মকর্তা জানান, পূর্ব আলেপ্পো থেকে এ পর্যন্ত ১,০০০ সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে এবং ৯৫৩ জনকে ক্ষমা করা হয়েছে। তিনি জোর দিয়ে জানান, রুশ ও সিরিয় বাহিনী গত ১৮ অক্টোবর থেকে আলেপ্পোয় কোনো ধরনের হামলা চালায় নি। আলেপ্পোয় যে সফলতা এসেছে তা সম্পূর্ণভাবে সিরিয়ার স্থলবাহিনীর মাধ্যমে সম্ভব হয়েছে বলেছে জানান রুদস্কয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯