আলেপ্পোয় পানির সরবরাহ লাইন কেটে দিয়েছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i29707-আলেপ্পোয়_পানির_সরবরাহ_লাইন_কেটে_দিয়েছে_দায়েশ
সিরিয়ার আলেপ্পো শহরে পানির সরবরাহ লাইন কেটে দিয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সন্ত্রাসীদের হাত থেকে সরকারি সেনারা শহরটি মুক্ত করার সপ্তাখানেক পর এ ঘটনা ঘটল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৬ ১৯:১৫ Asia/Dhaka
  • আলেপ্পোর সুলায়মান আল-হালাবি এলাকার একটি পানির সরবরাহ ট্যাংকি (২৭ ডিসেম্বরের ছবি)
    আলেপ্পোর সুলায়মান আল-হালাবি এলাকার একটি পানির সরবরাহ ট্যাংকি (২৭ ডিসেম্বরের ছবি)

সিরিয়ার আলেপ্পো শহরে পানির সরবরাহ লাইন কেটে দিয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সন্ত্রাসীদের হাত থেকে সরকারি সেনারা শহরটি মুক্ত করার সপ্তাখানেক পর এ ঘটনা ঘটল।

ইউফ্রেটিস নদী থেকে দুটি পাম্পের মাধ্যমে পূর্ব আলেপ্পোয় পানি সরবরাহ করা হতো। সরবরাহ লাইন কেটে দেয়ার পর গতকাল (শুক্রবার) আলেপ্পোর পানি বিষয়ক সংস্থা, সিরিয়া রেড ক্রিসেন্ট এবং স্থানীয় লোকজন সরবরাহ লাইন চালুর চেষ্টা করছে। মনে করা হচ্ছে- আলেপ্পো শহরে পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য দায়েশ সন্ত্রাসীরা পানির সরবরাহ লাইন কেটে দিয়েছে।  

বৃহস্পতিবার জাতিসংঘ সতর্ক করে বলেছে, রাজধানী দামেস্কের বাসিন্দারা প্রায় এক সপ্তাহ ধরে সুপেয় পানি থেকে বঞ্চিত রয়েছে কারণ সন্ত্রাসীরা পানির উৎসগুলোতে নানা ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশিয়ে রেখেছে। এছাড়া, দামেস্কে পানি সরবরাহের প্রধান উৎস ওয়াদি বারাদা ও আইন আল-ফিজা থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। উগ্র সন্ত্রাসীদের হামলায় পানি স্থাপনার ব্যাপক ক্ষতি হওয়ার কারণে এসব উৎস থেকে পানি সরবরাহ বন্ধ করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১