মানবিক ত্রাণ বহর যাচ্ছে সিরিয়ার ৪টি গ্রামে: রেডক্রস
সিরিয়ার চারটি গ্রামে হাজার হাজার মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার লক্ষ্যে বহু গাড়ি সেদিকে যাত্রা শুরু করেছে বলে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেড ক্রস জানিয়েছেন।
গতকাল (মঙ্গলবার) সংস্থাটি এক টুইট বার্তায় জানিয়েছে, প্রয়োজনীয় খাদ্য এবং ওষুধ সামগ্রী নিয়ে তাদের কর্মীরা সিরিয়ার মাদায়া, জাবাদানি, ফোয়া এবং কাফরিয়া গ্রামে প্রবেশ করতে যাচ্ছে।
সংস্থাটি আরো জানিয়েছে, ওষুধ এবং খাদ্য সামগ্রী নিয়ে ইদলিব প্রদেশের ফোয়া এবং কাফরিয়া গ্রামের পাশাপাশি রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত মাদায়া এবং জাবাদানি গ্রামের অধিবাসীদের কাছে ত্রাণ বহরের গাড়িগুলো এগিয়ে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, এসব এলাকায় ৬০ হাজার লোকের বসবাস রয়েছে।
সিরিয়া বিষয়ক জাতিসংঘের আঞ্চলিক মানবিক সমন্বয়ক কেভিন কেনেডি জানিয়েছেন, গত বছরের নভেম্বরের পর থেকে এই প্রথম এ ধরনের ত্রাণ সামগ্রী এই গ্রামগুলোর অধিবাসীদের কাছে পাঠানো হচ্ছে। এছাড়া, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ২৫টি ট্রাক ভর্তি ২৭৫ টন ত্রাণ সামগ্রী কয়েকটি শহরে সরবরাহ করা হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৫