পালমিরা দখলে নিতে আবারো ব্যর্থ চেষ্টা চালিয়েছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i35798
সিরিয়ার হোমস প্রদেশে অবস্থিত ঐতিহাসিক পালমিরা শহর পুনর্দখলে নিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ হামলা চালিয়েছে। পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার কিছুক্ষণ পর দায়েশ এ হামলা চালায়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ০৭, ২০১৭ ১৭:১৬ Asia/Dhaka
  • পালমিরা দখলে নিতে আবারো ব্যর্থ চেষ্টা চালিয়েছে দায়েশ

সিরিয়ার হোমস প্রদেশে অবস্থিত ঐতিহাসিক পালমিরা শহর পুনর্দখলে নিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ হামলা চালিয়েছে। পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার কিছুক্ষণ পর দায়েশ এ হামলা চালায়।

লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, দায়েশ সন্ত্রাসীরা সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর হামলার সুযোগ নেয়ার চেষ্টা করেছিল। এ হামলায় চার ব্যক্তি নিহত হয়েছে। তবে সিরিয় সেনাবাহিনী অত্যন্ত সফলভাবে দায়েশের হামলা ব্যর্থ করে দিয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

২০১৫ সালের মে মাসে শহরটি দখল করে নিয়েছিল দায়েশ। পরে ২০১৬ সালের মার্চ মাসে তা মুক্ত করা হয় কিন্তু গত ডিসেম্বর মাসে সন্ত্রাসীরা আবার শহরটি দখল করে নেয়। এরপর গত মাসে দায়েশের হাত থেকে পালমিরা শহর পুরোপুরি মুক্ত করতে সক্ষম হয় সিরিয় সামরিক বাহিনী।   

আজ (শুক্রবার) ভোরে মার্কিন বাহিনী সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটির কয়েকটি অবস্থানে প্রায় ৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে ঘাঁটিটি অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সিরিয়ার হোমস প্রদেশের পালমিরা, আল কারইয়াতান এবং মাহিনসহ দেশটির দক্ষিণাঞ্চলকে সুরক্ষা দেয়ার লক্ষ্যে সিরিয়ার বিমান বাহিনী আশ-শাইরাত ঘাঁটিটি ব্যবহার করত।#

পার্সটুডে/বাবুল আখতার/৭