তুরস্কের পিকেকে বিরোধী অভিযানে প্রাণ গেল কুর্দি পিশমার্গার ৬ সেনার
তুরস্কের জঙ্গিবিমান হামলায় অন্তত ছয় কুর্দি পিশমার্গা যোদ্ধা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরাকের উত্তর এবং সিরিয়ার উত্তর-পূর্ব অংশে কুর্দি গেরিলাদের অবস্থানে তুর্কি সেনাবাহিনী বোমা বর্ষণ করলে এসব ব্যক্তি নিহত হয় বলে কয়েকটি কুর্দি সূত্র জানিয়েছে।
কুর্দি পিশমার্গা সূত্রগুলো জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় সিনজার পার্বত্য এলাকায় কুর্দি ওয়ার্কাস পার্টি বা পিকেকে'র অবস্থানে তুর্কি জঙ্গিবিমান বোমা বর্ষণ করলে তাদের ছয় সেনা ভুলবশত নিহত হয়েছে। কুর্দি গেরিলাগোষ্ঠী একটি অস্ত্রের চালান তুরস্কের দিকে পাঠানোর চেষ্টা করলে তাদেরকে প্রতিরোধ করতে তুরস্কের জঙ্গিবিমান সেখানে বোমা বর্ষণ করে বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি প্রকাশের পর কুর্দি পিশমার্গা বাহিনীর এসব সেনার নিহতের খবর এলো। বিবৃতিতে আরো বলা হয়েছে, তুরস্ক এবং এর জনগণের নিরাপত্তা, ঐক্য এবং সম্প্রীতির প্রতি হুমকি সৃষ্টি করা সন্ত্রাসীদের ঘাটিগুলো ধ্বংস করার লক্ষ্যে এসব বিমান হামলা চালানো হয়েছে।
তুরস্ক সরকার কুর্দি ওয়ার্কাস পার্টি বা পিকেকে'কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। ১৯৮৪ সাল থেকে তুরস্কে একটি স্বায়ত্বশাষিত কুর্দি এলাকা প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে তুর্কি সরকার এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। গত বছরের জুলাই মাস থেকে তুর্কি সরকার অস্ত্রবিরতি ভেঙে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে।#
পার্সটুড/বাবুল আখতার/২৬