শিয়া অধ্যুষিত শহরে সৌদি বাহিনীর বর্বরোচিত হামলা: নিহত ১
https://parstoday.ir/bn/news/west_asia-i40184-শিয়া_অধ্যুষিত_শহরে_সৌদি_বাহিনীর_বর্বরোচিত_হামলা_নিহত_১
সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি শহরে নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত একজন নিহত হয়েছে। গত দু’দিন ধরে চলা এ হামলায় আরো প্রায় ৪০ জন আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৫, ২০১৭ ০৫:১২ Asia/Dhaka
  • আওয়ামিয়া শহরে সৌদি নিরাপত্তা বাহিনীর তাণ্ডবের একটি দৃশ্য
    আওয়ামিয়া শহরে সৌদি নিরাপত্তা বাহিনীর তাণ্ডবের একটি দৃশ্য

সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি শহরে নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত একজন নিহত হয়েছে। গত দু’দিন ধরে চলা এ হামলায় আরো প্রায় ৪০ জন আহত হয়েছে।

সৌদি নিরাপত্তা বাহিনী রাজধানী রিয়াদ থেকে ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আওয়ামিয়াহ  শহরে ভারী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে।

নিহত শিয়া আন্দোলনকারীর নাম আব্দুলমোহসিন আব্দুল্লাহ আল-ফারাজ। সৌদি পুলিশের গুলিতে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।

এ হামলায় আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিহতের সংখ্যা আরো বলে হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।

গত ছয় সপ্তাহ ধরে দেশের পূর্বাঞ্চলে শিয়া মুসলমানদের বিরুদ্ধে দমন অভিযান চালাচ্ছে সৌদি নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত এ অভিযানে অন্তত ১২ জন নিহত হয়েছে। আলে সৌদ সরকার গোটা এলাকায় স্নাইপার মোতায়েন করেছে বলে সাধারণ মানুষ তাদের ঘর-বাড়ি থেকে বের হতে পারছে না। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫