সিরিয়া সীমান্তে আবার তুর্কি সেনা উপস্থিতি জোরদার
https://parstoday.ir/bn/news/west_asia-i43554-সিরিয়া_সীমান্তে_আবার_তুর্কি_সেনা_উপস্থিতি_জোরদার
সিরিয়া সীমান্তে তুরস্ক আবার সেনা উপস্থিতি জোরদার করেছে। মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা বাহিনী পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র পক্ষ থেকে নতুন করে হুমকি পাওয়ার পর তুর্কি সরকার সিরিয়া সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করার সিদ্ধান্ত নেয়।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ০৫, ২০১৭ ২২:৩৯ Asia/Dhaka
  • সিরিয়া সীমান্তে তুরস্কের এসব সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে
    সিরিয়া সীমান্তে তুরস্কের এসব সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে

সিরিয়া সীমান্তে তুরস্ক আবার সেনা উপস্থিতি জোরদার করেছে। মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা বাহিনী পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র পক্ষ থেকে নতুন করে হুমকি পাওয়ার পর তুর্কি সরকার সিরিয়া সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করার সিদ্ধান্ত নেয়।

সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করার সঙ্গে সঙ্গে তুর্কি বাহিনী সেখানে ট্যাংক ও স্বল্প পাল্লার কামান বা হাউইটজার মোতায়েন করেছে। এসব সামরিক সরঞ্জাম সিরিয়ার আফরিন এলাকার বিপরীত পাশে তুরস্কের কিলিস প্রদেশজুড়ে মোতায়েন করা হয়েছে।

তুরস্ক সবসময় সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের উপস্থিতি ও সক্রিয় তৎপরতার বিরোধিতা করে আসছে। আংকারা মনে করে, সিরিয়ার ওয়াইপিজি হচ্ছে তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র অংশ এবং দুটি গ্রুপই আলাদা কুর্দি রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। ওয়াইপিজি-কে সক্রিয় সমর্থন দিয়ে আসছে আমেরিকা। ওয়াশিংটন দাবি করছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা ওয়াইপিজি-কে সমর্থন দিচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫