বিজয় অব্যাহত: দেইর আয-যোরে এবার অবরোধ মুক্ত হলো বিমান ঘাঁটি
সেপ্টেম্বর ০৯, ২০১৭ ২৩:২৬ Asia/Dhaka
সিরিয়ার পূর্বাঞ্চলীয় নগরী দেইর আয-যোরের কাছে একটি কৌশলগত বিমান ঘাঁটি তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবরোধ থেকে মুক্ত হয়েছে। প্রায় তিন বছর এ ঘাঁটি অবরুদ্ধ ছিল এবং সিরিয় সেনাবাহিনী এবং মিত্র যোদ্ধাদের সম্মিলিত অভিযানে এটি মুক্ত হয়েছে।
গতকাল এ ঘাঁটি মুক্ত করার জন্য বহুমুখী অভিযান শুরু করা হয়েছিল। অভিযানে দায়েশের অনেক সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস হয়েছে। এর আগে আশ শোলাহ্ শহর এবং তাল আলোউশ গ্রামের পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিরিয় বাহিনী।
সদ্যমুক্ত দেইর আয-যোরে বৃহস্পতিবার ৪০ ট্রাক ত্রাণ পাঠানো হয়েছে। এ ছাড়া, দু’টি ভ্রাম্যমাণ ক্লিনিকও পৌঁছেছে সেখানে। এ নগরী মুক্ত হওয়ার মাত্র দু’দিনের মাথায় ত্রাণ বহর সেখানে পাঠানো হলো।#
পার্সটুডে/মূসা রেজা/৯
ট্যাগ