বিনা শর্তে সিরিয়া ত্যাগ করুন: আঙ্কারাকে দামেস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i47585-বিনা_শর্তে_সিরিয়া_ত্যাগ_করুন_আঙ্কারাকে_দামেস্ক
বিনা শর্তে সিরিয়ার ভূখণ্ড ত্যাগ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সংসদ। সিরিয়ার ইদলিবের উত্তরে তুর্কি সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানানো হয়েছে। সিরিয়ার সংসদ বলেছে, এটি আগ্রাসন এবং এর মাধ্যমে দেশের জন্য হুমকি সৃষ্টি করা হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ১৬, ২০১৭ ১৯:৩১ Asia/Dhaka
  • বিনা শর্তে সিরিয়া ত্যাগ করুন: আঙ্কারাকে দামেস্ক

বিনা শর্তে সিরিয়ার ভূখণ্ড ত্যাগ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সংসদ। সিরিয়ার ইদলিবের উত্তরে তুর্কি সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানানো হয়েছে। সিরিয়ার সংসদ বলেছে, এটি আগ্রাসন এবং এর মাধ্যমে দেশের জন্য হুমকি সৃষ্টি করা হয়েছে।

তুর্কি সেনাদল

এদিকে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তুরস্ক সেনা পাঠিয়ে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আস্তানা সমঝোতা চুক্তির একটি পক্ষ হচ্ছে তুরস্ক। দেশটি ওই চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সিরিয়ার উত্তর-পশ্চিম অংশে সেনা মোতায়েনের কথা বললেও বিভিন্ন তথ্য-প্রমাণ ও ছবির ভিত্তিতে জানা যাচ্ছে, সন্ত্রাসী গোষ্ঠী জাবহাতুন নুসরা'র সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে তুর্কি সেনারা সিরিয়ায় প্রবেশ করেছে। 

সম্প্রতি অনুষ্ঠিত আস্তানা বৈঠকে ইরান, সিরিয়া ও তুরস্ক  ইদলিব প্রদেশে উত্তেজনা কমানোর বিষয়ে একমত হয়েছে। ওই সমঝোতা অনুযায়ী প্রত্যেক দেশের পক্ষ থেকে সেখানে পাঁচশ' করে সেনা মোতায়েনের কথা রয়েছে। সেখানে উত্তেজনা কমানোর প্রক্রিয়া বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করাই হবে এসব সেনার দায়িত্ব। কিন্তু তুরস্ক এই সুযোগে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইদলিব প্রদেশে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬