মার্কিন পদক্ষেপে ইসরাইল আরও একঘরে হবে: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i59250-মার্কিন_পদক্ষেপে_ইসরাইল_আরও_একঘরে_হবে_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী পদক্ষেপকে গ্রহণযোগ্য ও যৌক্তিক হিসেবে তুলে ধরার কোনো উপায় নেই। অন্যায় আগ্রাসনের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে আমেরিকা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ২০, ২০১৮ ১৩:৩২ Asia/Dhaka
  • মার্কিন পদক্ষেপে ইসরাইল আরও একঘরে হবে: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী পদক্ষেপকে গ্রহণযোগ্য ও যৌক্তিক হিসেবে তুলে ধরার কোনো উপায় নেই। অন্যায় আগ্রাসনের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে আমেরিকা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেছে।

সংগঠনটি এক বিবৃতিতে আরও বলেছে, আমেরিকার এ পদক্ষেপের কারণে বর্ণবাদী ইসরাইল আন্তর্জাতিক অঙ্গনে আরও একঘরে হয়ে পড়বে।  

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে ইসরাইলবিরোধী আখ্যা দিয়ে আমেরিকা তা থেকে বেরিয়ে যাওয়ার পর হামাস এ প্রতিক্রিয়া জানালো।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসও মার্কিন পদক্ষেপকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন।

আমেরিকা ২০১৭ সালে ইসরাইলের অন্যায় তৎপরতার বিরুেদ্ধ প্রস্তাব পাস করার কারণে ইউনেস্কো থেকেও বেরিয়ে গেছে। আমেরিকা এ ধরনের পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করছে তাদের সরকার মূলত ইহুদিবাদীদের নিয়ন্ত্রিত এবং জনগণ ও মানবাধিকার তাদের কাছে কোনো গুরুত্বই রাখে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০