মৃত্যুর গুজবের পর টিভি লাইভে এলেন হুথি আনসারুল্লাহ প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i63908-মৃত্যুর_গুজবের_পর_টিভি_লাইভে_এলেন_হুথি_আনসারুল্লাহ_প্রধান
ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ'র প্রধান আব্দুল মালেক আল হুথি নিহত হয়েছেন বলে যে গুজব রটানো হয়েছিল তা মিথ্যা প্রমাণ করেছেন তিনি নিজেই। ঈদে গাদির উপলক্ষে আল মাসিরা টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সবাইকে এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩০, ২০১৮ ১৬:৪০ Asia/Dhaka
  • আব্দুল মালেক আল হুথি
    আব্দুল মালেক আল হুথি

ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ'র প্রধান আব্দুল মালেক আল হুথি নিহত হয়েছেন বলে যে গুজব রটানো হয়েছিল তা মিথ্যা প্রমাণ করেছেন তিনি নিজেই। ঈদে গাদির উপলক্ষে আল মাসিরা টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সবাইকে এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে পাশ্চাত্যের কোনো কোনো গণমাধ্যমে দাবি করা হয়েছিল, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনীর হামলায় হুথি নেতা আব্দুল মালেক নিহত হয়েছেন। এরপরই তিনি লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, সৌদি শাসকগোষ্ঠী মুখে ইসলাম ধর্মের কথা বললেও এটি তাদের লেবাসমাত্র।

তিনি আরও বলেন, সৌদি আরব ইসলামের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। বাস্তবে সৌদি শাসকগোষ্ঠী হচ্ছে নীতিহীন ও চরম দুর্নীতিবাজ। তারা সবচেয়ে নিকৃষ্ট অপরাধ করতেও দ্বিধাবোধ করে না।

তিনি আরও বলেন, সৌদি নেতারা হজের মতো পবিত্র অনুষ্ঠানেরও অপব্যবহার করছে। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মাদ (স.)'র জীবদ্দশায় কুরাইশের মুশরিকরা যেমন মক্কা ও মসজিদুল হারামকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। সৌদি শাসকগোষ্ঠীও এখন সে ধরণের কাজ করছে। #

পার্সটুডে/৩০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন