আবারও বাশার আসাদকে হত্যার হুমকি দিল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i64380-আবারও_বাশার_আসাদকে_হত্যার_হুমকি_দিল_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে হত্যার হুমকি দিয়েছে। কিছু ছবি প্রকাশ করে ইসরাইলি মন্ত্রণালয় দাবি করেছে, বাশার আসাদ যেখানে থাকেন সেখানকার ছবি তারা পেয়েছে। এছাড়া সিরিয়ার ট্যাঙ্কবহরের অবস্থানের ছবিও তাদের কাছে রয়েছে বলে দাবি করেছে তেল আবিব।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ১৮:৩৩ Asia/Dhaka
  • বাশার আসাদ
    বাশার আসাদ

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে হত্যার হুমকি দিয়েছে। কিছু ছবি প্রকাশ করে ইসরাইলি মন্ত্রণালয় দাবি করেছে, বাশার আসাদ যেখানে থাকেন সেখানকার ছবি তারা পেয়েছে। এছাড়া সিরিয়ার ট্যাঙ্কবহরের অবস্থানের ছবিও তাদের কাছে রয়েছে বলে দাবি করেছে তেল আবিব।

ইহুদিবাদী পত্রিকা 'টাইমস অব ইসরাইল' জানিয়েছে, 'ওফেক-১১' নামের নতুন গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে তারা এসব ছবি সংগ্রহ করেছে। ইসরাইলের দাবিকে প্রচার যুদ্ধ হিসেবে দাবি করেছে বিশেষজ্ঞরা। 

দখলদার ইসরাইলি সেনারা এর আগেও বাশার আসাদকে হত্যার হুমকি দিয়েছিল। আমেরিকা ও ইসরাইলের সমর্থনপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় পরাজিত হওয়ার পর নিজেদের ব্যর্থতা ঢাকতে মাঝে মধ্যেই এ ধরণের ঘোষণা দেয় ইহুদিবাদী কর্মকর্তারা। 

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে ব্যাপক সহিংসতা উসকে দেওয়া হয়। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার কারণে প্রতিশোধ হিসেবে বাশার আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে দীর্ঘ দিন ধরে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে সেখানে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়।  

ইহুদিবাদী ইসরাইল এখনও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দিয়েও সিরিয়ার সরকার ও জনগণের প্রতিরোধ ভাঙতে পারে নি দেশটির শত্রুরা।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮