ইসলামি ঐক্যেই রয়েছে মুসলিম বিশ্বের সব সমস্যার সমাধান: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i66078-ইসলামি_ঐক্যেই_রয়েছে_মুসলিম_বিশ্বের_সব_সমস্যার_সমাধান_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ঐক্যই হচ্ছে মুসলিম বিশ্বের সব সমস্যা সমাধানের পথ। সবার উচিৎ ইসলামি ঐক্য ও প্রতিরোধের প্রতি সমর্থন দেওয়া। তিনি আজ তেহরানে ইসলামি ঐক্য সম্মেলনে এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৪, ২০১৮ ১৯:০৪ Asia/Dhaka
  • শেইখ নায়িম কাসেম
    শেইখ নায়িম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ঐক্যই হচ্ছে মুসলিম বিশ্বের সব সমস্যা সমাধানের পথ। সবার উচিৎ ইসলামি ঐক্য ও প্রতিরোধের প্রতি সমর্থন দেওয়া। তিনি আজ তেহরানে ইসলামি ঐক্য সম্মেলনে এ কথা বলেছেন।

ঐক্য প্রতিষ্ঠায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ইরান হচ্ছে মুসলিম বিশ্বে পরিবর্তন ও ঐক্যের প্রতীক। ফিলিস্তিন এখন গোটা মুসলিম উম্মাহর অভিন্ন ইস্যুতে পরিণত হয়েছে বলে তিনি জানান। 

শেইখ নায়িম কাসেম বলেন, ফিলিস্তিন দখলের মাধ্যমে আগ্রাসীরা মধ্যপ্রাচ্যের জনগণকে তাদের কাছে নতিস্বীকারে বাধ্য করতে চায়। তারা মুসলমানদের আধ্যাত্মিক মূল্যবোধ ও চিন্তা-চেতনার ওপর প্রভাব বিস্তার করতে চায়। 

তিনি বলেন, মুসলিম বিশ্বের কোনো কোনো শাসক গোষ্ঠী দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। তারা আসলে চায় ফিলিস্তিন ইহুদিবাদীদের দখলে থাকুক। তিনি বলেন, ফিলিস্তিন হচ্ছে ইসলামি ঐক্যের কেন্দ্রবিন্দু। 

পবিত্র বায়তুল মুকাদ্দাসকে কখনোই মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না বলে হিজবুল্লাহ'র উপ-মহাসচিব জানিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪