ফিলিস্তিনে ৪ জনকে হত্যার পর চলছে গ্রেপ্তার অভিযান; আটক ৪০
https://parstoday.ir/bn/news/west_asia-i66576-ফিলিস্তিনে_৪_জনকে_হত্যার_পর_চলছে_গ্রেপ্তার_অভিযান_আটক_৪০
ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীর থেকে দুই সাংসদসহ অন্তত ৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে। হামাসের একজন কর্মকর্তা বলেছেন, গতরাত জুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৮ ১৯:১৩ Asia/Dhaka
  • ইসরাাইলের দুই সেনা
    ইসরাাইলের দুই সেনা

ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীর থেকে দুই সাংসদসহ অন্তত ৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে। হামাসের একজন কর্মকর্তা বলেছেন, গতরাত জুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে।

গত দুই দিনে চার ফিলিস্তিনিকে হত্যার পাশাপাশি বহু ফিলিস্তিনিকে আটকের কথা স্বীকার করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। দখলদার ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তারা ৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে। এর মধ্যে ৩৭ জনই হামাসের সমর্থক।

তারা রামাল্লাহ-কে চারদিক থেকে ঘিরে ওই এলাকাকে সামরিক জোন হিসেবে ঘোষণা করেছে। রামাল্লাহর পূর্ব অংশে অবস্থিত অধৈব ইহুদি বসতি 'ওফরা' এর কাছে গুলিতে দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাণ্ডব শুরু করে তারা।

হামাস দুই সেনাকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, এর মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে পশ্চিম তীরে প্রতিরোধ সংগ্রামের অস্তিত্ব রয়েছে। ফিলিস্তিনিদের সব ভূমি ও অধিকার আদায় না হওয়া পর্যন্ত পশ্চিম তীরেও প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে বলে হামাসের বিবৃতিতে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২