নিরপরাধ ৩০ প্রাণেরও বদলা নেয়া হবে: ইয়েমেনের আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i68790-নিরপরাধ_৩০_প্রাণেরও_বদলা_নেয়া_হবে_ইয়েমেনের_আনসারুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ বলেছে, ইয়েমেনের নিরপরাধ মানুষের রক্তের বদলা নেয়া হবে। হাজ্জাহ প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক মানুষের প্রাণহানির পর এক প্রতিক্রিয়ায় তারা এ কথা বলেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১২, ২০১৯ ১৫:৪৫ Asia/Dhaka
  • মোহাম্মাদ আলী আল হুথি
    মোহাম্মাদ আলী আল হুথি

ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ বলেছে, ইয়েমেনের নিরপরাধ মানুষের রক্তের বদলা নেয়া হবে। হাজ্জাহ প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক মানুষের প্রাণহানির পর এক প্রতিক্রিয়ায় তারা এ কথা বলেছে।

আনসারুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে, হাজ্জাহ প্রদেশে রোববারের হামলারও প্রতিশোধ নেয়া হবে। ইয়েমেন ইস্যুতে জাতিসংঘের অবস্থানের সমালোচনা করে তারা বলেছে, জাতিসংঘ ও এর অঙ্গসংগঠনগুলো ইয়েমেনে আগ্রাসীদের অপরাধযজ্ঞের সহযোগী। তারা অপরাধীদের পক্ষেই কাজ করছে। 

এদিকে, ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মাদ আলী আল হুথি বলেছেন, আমরা হাজ্জাহ প্রদেশে সৌদি জোটের হামলা তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কারীর অবস্থান সন্তোষজনক নয় বলেও তিনি জানান।

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের কুশার এলাকায় গত রোববার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। এর ফলে অন্তত ৩০ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন