গাজায় ইসরাইলি হামলায় ৯ শহীদ; পাল্টা আঘাতে ৫ ইসরাইলির প্রাণহানি
https://parstoday.ir/bn/news/west_asia-i70138
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আজও ইসরাইলি বিমান ও কামান হামলা অব্যাহত রয়েছে। গত দুই দিনে ইসরাইলি হামলায় এক শিশু ও গর্ভবতী মহিলাসহ অন্তত নয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ০৫, ২০১৯ ১৯:১৩ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি হামলা
    গাজায় ইসরাইলি হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আজও ইসরাইলি বিমান ও কামান হামলা অব্যাহত রয়েছে। গত দুই দিনে ইসরাইলি হামলায় এক শিশু ও গর্ভবতী মহিলাসহ অন্তত নয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি গাজায় ব্যাপক হামলার নির্দেশ জারি করেছেন। এর ফলে গাজায় সরাসরি সেনা অভিযানের আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলি বোমা বিস্ফোরণের চিত্র

এদিকে, ফিলিস্তিনিরা ইসরাইলে রকেট ছুড়ে হামলার জবাব দিচ্ছে। ফিলিস্তিনিদের রকেট হামলায় এ পর্যন্ত পাঁচ জন ইসরাইলি প্রাণ হারিয়েছে। এশকেলন ইহুদি উপশহরে রকেটের হামলায় প্রাণ হারিয়েছেন চার ইসরাইলি। সেদিরুত এলাকায় মারা গেছে আরও একজন।  

গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ বলেছে, তারা পাল্টা আঘাত অব্যাহত থাকবে এবং ইসরাইলের নতুন নতুন এলাকায় হামলা চালানো হবে। বিভিন্ন সূত্র বলছে, গত দুই দিনে হামাস ইসরাইলের অভ্যন্তরে কয়েকশ' রকেট ছুড়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫