বাগদাদের একটি মসজিদে সন্ত্রাসী হামলা: নিহত ১০, আহত ৩০
https://parstoday.ir/bn/news/west_asia-i71389-বাগদাদের_একটি_মসজিদে_সন্ত্রাসী_হামলা_নিহত_১০_আহত_৩০
ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলীয় একটি মসজিদে আজ সন্ত্রাসী হামলা হয়েছে। ওই হামলায় অন্তত ১০ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২১, ২০১৯ ১৯:০৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলীয় একটি মসজিদে আজ সন্ত্রাসী হামলা হয়েছে। ওই হামলায় অন্তত ১০ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

ইরাকের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-মায়াদিন নিউজ চ্যানেল এই খবর দিয়েছে।

কোনো দল বা গোষ্ঠি এখন পর্যন্ত ওই সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করে নি।

ইরাকে সন্ত্রাসী গোষ্ঠি আইএসআইএলের পতন হলেও এখনও বিভিন্ন এলাকায় তাদের বহু সদস্য রয়েছে। তারা বিক্ষিপ্ত অবস্থায় সুযোগ বুঝে এখনও সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।