আমেরিকা বিশ্বের মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i73022-আমেরিকা_বিশ্বের_মুসলমানদের_স্বার্থের_বিরুদ্ধে_কাজ_করছে_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র নির্বাহী পরিষদের উপ-প্রধান শেখ আলী দামুশ বলেছেন, আমেরিকা শিয়া ও সুন্নী নির্বিশেষে সকল মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ২২, ২০১৯ ২০:২০ Asia/Dhaka
  • হিজবুল্লাহ\'র নির্বাহী পরিষদের উপ-প্রধান শেখ আলী দামুশ
    হিজবুল্লাহ\'র নির্বাহী পরিষদের উপ-প্রধান শেখ আলী দামুশ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র নির্বাহী পরিষদের উপ-প্রধান শেখ আলী দামুশ বলেছেন, আমেরিকা শিয়া ও সুন্নী নির্বিশেষে সকল মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।

গতকাল (বুধবার) লেবাননের রাজধানী বৈরুতে শেখ আলী দামুশ বলেন, আমেরিকা কেবল ইরান, আফগানিস্তান, ইয়েমেন, লিবিয়া, ফিলিস্তিনসহ অন্যান্য দেশে হামলার পাঁয়তারা করছে না বরং দেশটি পারস্য উপসাগরের তীরবর্তী দেশসহ তার মিত্র দেশগুলোকে অপমান অপদস্ত করেছে এবং তাদেরকে ত্যাগ করেছে।

লেবাননের হিজবুল্লাহ

শেখ দামুশ বলেন, এ অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলো ওয়াশিংটন এবং ইসরাইলের নিরাপত্তা এবং অঞ্চলে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার গুরুত্ব উপলব্ধি করতে পারছে। এছাড়া, লেবাননে আধিপত্য প্রতিষ্ঠা করার মার্কিন প্রচেষ্টার কথা উল্লেখ করে শেখ দামুশ বলেন, আমেরিকা নিষেধাজ্ঞা, হুমকি দিয়ে, অর্থ খরচ করে এবং গণ মাধ্যমকে ব্যবহার করে প্রতিরোধকামী শক্তিগুলোকে তাদের  পথ থেকে বিচ্যুত করতে পারে নি। 

আমেরিকা এখন সবচেয়ে দুর্বল অবস্থায় আছে বলে উল্লেখ করে হিজবুল্লাহর এই কর্মকর্তা বলেন, হিজবুল্লাহ আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী। প্রতিরোধকামী শক্তিগুলোকে আমেরিকা কখনই দুর্বল করতে সক্ষম হবে না বলেও জোর দিয়ে উল্লেখ করেন দামুশ।#  

পার্সটুডে/বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।