সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি অভিযান ও রাশিয়ার হুশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i74385-সিরিয়ার_কুর্দি_নিয়ন্ত্রিত_এলাকায়_তুর্কি_অভিযান_ও_রাশিয়ার_হুশিয়ারি
সিরিয়া সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া বলেছে, দামেশকের অনুমোদন ছাড়া সেদেশে অবস্থানরত বিদেশি সেনাদের চলে যাওয়া উচিত।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ১১, ২০১৯ ১৮:৩৭ Asia/Dhaka

সিরিয়া সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া বলেছে, দামেশকের অনুমোদন ছাড়া সেদেশে অবস্থানরত বিদেশি সেনাদের চলে যাওয়া উচিত।

সেইসঙ্গে সিরিয়ার সার্বভৌমত্ব ও সরকারের সুরক্ষার ওপর তিনি জোর দিয়েছেন। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক গত বুধবার থেকে সামরিক অভিযান শুরু করেছে। ওই হামলার পর রাশিয়া তাদের অবস্থান স্পষ্ট করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন,সিরিয়ার বিষয়ে আমেরিকার অবস্থান অস্পষ্ট। ল্যাভরভ এ কথা বলে সিরিয়ার উত্তরাঞ্চলীয় কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে আঙ্কারার হামলার ব্যাপারে ওয়াশিংটনের দ্বিমুখি অবস্থানের কথাই বোঝানোর চেষ্টা করেছেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এরদোগানের সাথে টেলিফোনে আলাপ করার পর  মার্কিন সেনাদেরকে ওই অঞ্চল থেকে সরে যাবার নির্দেশ দিয়ে তিনি মূলত তুরস্ককে হামলা চালানোর সুযোগ করে দিয়েছেন।

সের্গেই ল্যাভরভ

ল্যাভরভ মনে করেন, সিরিয় কুর্দিদেরকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ট্রাম্প আঙ্কারার আহ্বানে সাড়া দিয়ে পিছু হটেছেন। ট্রাম্প সিরিয় কুর্দিদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তুরস্ক তাদের ওপর হামলা চালালে তিনি তাদের সমর্থন ও সহায়তা দেবেন। এই পরিস্থিতিতে রাশিয়া সিরিয়ার মতো একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে এভাবে আক্রমণ চালানোর বিপদ সম্পর্কে হুশিয়ারি উচ্চারণ করেছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কারণেই সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের পরিণতি এবং দায়েশ সন্ত্রাসীদের মুক্ত করে দেয়ার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। পেসকভ বলেন,উত্তর সিরিয়ার কুর্দি-নিয়ন্ত্রিত কারাগারগুলো থেকে দায়েশ সন্ত্রাসীদের মুক্ত করে দেওয়ার পরিণতি হবে সুদূরপ্রসারী ও নেতিবাচক। এর আগেও রাশিয়া সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযানের পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল।

ভ্যাসিলি নেবেনজিয়া

মস্কো আরেকটি বিষয় উত্থাপন করেছে। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল বলেছেন,তুরস্কের এই সামরিক অভিযান তথাকথিত আন্তর্জাতিক আইএস-বিরোধী জোটভুক্ত কোনো কোনো দেশের নীতিমালার ফল। নেবেনজিয়া বলেন: মার্কিন নেতৃত্বাধীন জোটের কিছু সদস্য উত্তর-পূর্ব সিরিয়ায় জনসংখ্যাগত পরিবর্তন এনেছে। তার পরিণতিই হলো এই অভিযান। তিনি বলেন, মস্কো ওই অঞ্চলে জনসংখ্যার পরিবর্তনের পরিণতি সম্পর্কে জোটের সদস্যদের আগেই সতর্ক করেছিল। সিরিয় কুর্দিদেরকে অর্থাৎ ওয়াইপিজিকে তুরস্ক সন্ত্রাসী বলে মনে করে। সে কারণে আঙ্কারা সিরিয়-তুর্কি সীমান্তকে সন্ত্রাসীমুক্ত করার অজুহাতে বুধবার থেকে সেখানে-তাদের ভাষায়-সন্ত্রাসবাদ বিরোধী অভিযান শুরু করেছে।

দিমিত্রি পেসকভ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে ট্রাম্পের টেলিফোনে কথা হয়। ট্রাম্প তখন উত্তর সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের ঘোষণা দেয়। তারপরই তুরস্ক সামরিক অভিযান শুরু করে। কুর্দিরা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে "পিঠে ছুরি মারা" বলে অভিহিত করেছে। উত্তর সিরিয়ায় তুরস্কের এই নয়া সামরিক অভিযানে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করে রাশিয়া এর রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে। মস্কো সিরিয় সরকার এবং কুর্দিদের মাঝে আলোচনার আহ্বান জানিয়েছে। কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলিতে উত্তেজনা বৃদ্ধি এড়ানোর ওপর ল্যাভরভ জোর দিয়েছেন। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে উত্তর সিরিয়ায় ওয়াইপিজিকে নির্মূল করা এবং সেখানে একটি বাফার জোন তৈরি না করা পর্যন্ত আঙ্কারা নয়া এই সামরিক অভিযান থামাবে না। তবে মস্কো সতর্ক করেছে যে সামরিক অভিযান চলতে থাকলে বিপজ্জনক পরিণতি হবে। সিরিয় কুর্দি অঞ্চলে ত্রাস এবং অস্থিতিশীলতা বৃদ্ধি পাবার পাশাপাশি একটা মানবিক বিপর্যয় দখা দেবে। সেইসঙ্গে দায়েশ সন্ত্রাসীদের পুনরুত্থান ও তৎপরতার ক্ষেত্র তৈরি হবে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।