সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারীর সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/west_asia-i76344
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র সহকারী আলী আসগার খাজি সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০১, ২০২০ ০৬:০৭ Asia/Dhaka
  • দামেস্কে মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র সহকারীর সাক্ষাৎ
    দামেস্কে মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র সহকারীর সাক্ষাৎ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র সহকারী আলী আসগার খাজি সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে তারা ইরান ও সিরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর (ডানে) সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র সহকারীর সাক্ষাৎ

প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাতের আগে আলী আসগার খাজি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম ও উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসব সাক্ষাতে বিভিন্ন বিষয়ে বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধ এবং চলমান সংকট থেকে সিরিয়াকে পুরোপুরি বের করে আনার বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র সহকারী আলী আসগার খাজি মঙ্গলবার একদিনের সফর শেষে তেহরানের উদ্দেশ্যে দামেস্ক ত্যাগ করেন।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।