সিরিয় বাহিনীর অভিযানের মুখে ইদলিবে তাকফিরি-মুক্ত হলো আরও অঞ্চল
https://parstoday.ir/bn/news/west_asia-i77091-সিরিয়_বাহিনীর_অভিযানের_মুখে_ইদলিবে_তাকফিরি_মুক্ত_হলো_আরও_অঞ্চল
সিরিয়ার সেনাবাহিনী দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আর কিছু অঞ্চলে তাকফিরি সন্ত্রাসীদের দখল থেকে মুক্ত করেছে। এ লড়াইয়ে সিরিয় সেনাবাহিনীকে সহায়তা করেছে দেশটির জনপ্রিয় যোদ্ধা-গোষ্ঠীগুলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩১, ২০২০ ১৬:০০ Asia/Dhaka
  • বিজয়ী সিরিয় বাহিনী ঢুকছে মুক্তাঞ্চলে
    বিজয়ী সিরিয় বাহিনী ঢুকছে মুক্তাঞ্চলে

সিরিয়ার সেনাবাহিনী দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আর কিছু অঞ্চলে তাকফিরি সন্ত্রাসীদের দখল থেকে মুক্ত করেছে। এ লড়াইয়ে সিরিয় সেনাবাহিনীকে সহায়তা করেছে দেশটির জনপ্রিয় যোদ্ধা-গোষ্ঠীগুলো।

বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের  শেষ বড় ঘাঁটির বিরুদ্ধে সিরিয় বাহিনী যে অভিযান চালাচ্ছে এ বিজয়ের মধ্য দিয়ে তা আরও জোরদার হলো। তাকফিরি সন্ত্রাসীদেরকে ঘিরে ফেলার পদক্ষেপ আরও শক্তি অর্জন করল।

সিরিয় সরকারি বার্তা সংস্থা এনএএনএ জানিয়েছে, মার দিবাশ, খান আল-সাবিল, জোবাস এবং মারদিকা গ্রামের ওপর পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিরিয় সেনাবাহিনী এবং মিত্রপক্ষের যোদ্ধারা।

অতন্দ্র প্রহরায় সিরিয় বাহিনী

সিরিয় গোলন্দাজ বাহিনীর নির্ভুল আঘাতে তাকফিরিদের অনেক অবস্থানই মাটির সঙ্গে মিশে গেছে। সদ্য মুক্ত অঞ্চলে চিরুনি অভিযান চালানোর সময়ে সরকারি বাহিনী অনেকগুলো মাটির তলের সুড়ঙ্গ এবং  পরিখার খোঁজ পেয়েছে। সন্ত্রাসীরা এগুলোকে সরকারি বাহিনীরর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করা, গোলাবারুদ মজুদ রাখা এবং গোপনে চলাচলের কাজে ব্যবহার করত।#    

পার্সটুডে/মূসা রেজা/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।