'শহীদ আল মুহান্দিসকে অপমানের মাধ্যমে সৌদি আরবের ঘৃণ্য চেহারা ফুটে উঠেছে'
https://parstoday.ir/bn/news/west_asia-i79945-'শহীদ_আল_মুহান্দিসকে_অপমানের_মাধ্যমে_সৌদি_আরবের_ঘৃণ্য_চেহারা_ফুটে_উঠেছে'
ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পপুলার মোবিলাইজেশন ইউনিট' হাশদ আশ শাবির গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন আল নুযাবার মুখপাত্র নাসের শামরি হাশদ্ আশ শাবির উপ প্রধান শহীদ আবু আল মুহান্দিসকে জড়িয়ে অপমানসূচক সংবাদ পরিবেশন করার জন্য সৌদি আরবের গণমাধ্যম 'এমবিসি'র নিন্দা জানিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৬, ২০২০ ১৯:৩১ Asia/Dhaka
  • হাশদ্ আশ শাবির উপ প্রধান শহীদ আবু আল মুহান্দিস
    হাশদ্ আশ শাবির উপ প্রধান শহীদ আবু আল মুহান্দিস

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পপুলার মোবিলাইজেশন ইউনিট' হাশদ আশ শাবির গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন আল নুযাবার মুখপাত্র নাসের শামরি হাশদ্ আশ শাবির উপ প্রধান শহীদ আবু আল মুহান্দিসকে জড়িয়ে অপমানসূচক সংবাদ পরিবেশন করার জন্য সৌদি আরবের গণমাধ্যম 'এমবিসি'র নিন্দা জানিয়েছেন।

সংবাদ মাধ্যম এমবিসিতে শহীদ আবু আল মুহান্দিসকে অপমান করে সংবাদ পরিবেশন করা প্রসঙ্গে মুখপাত্র নাসের শামরি বলেন, এর মাধ্যমে এটা প্রত্যেকের কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে সৌদি আরবের গণমাধ্যমগুলো দেশের ভেতরে এবং বাইরে ফেতনা ফ্যাসাদ এবং বিদ্বেষ ছড়ানোর কাজে লিপ্ত রয়েছে।  

আশ শামরি বলেন, গতকাল পর্যন্ত এমবিসি ইরাকের বিভিন্ন সম্প্রদায়কে অপমান করে আসছিল। তবে আজ তারা ইরাকের বীর এবং দেশের শহীদদের নেতাকে অপমান করা শুরু করেছে!  

মুখপাত্র আশ শামরি  শহীদ আবু আল মুহান্দিসকে অপমান সৌদি আরবের হীন স্বার্থ বাস্তবায়ন করার লক্ষ্যে এর ধারাবাহিক অপরাধযজ্ঞের অংশ হিসেবে আখ্যাায়িত করেন। তিনি বলেন, শিশু ও নারী থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালিয়ে আসা উগ্র ওহাবি মতবাদে বিশ্বাসী আলে সৌদ সরকারের  কাছ  থেকে এর  চেয়ে ভিন্ন কিছু আশা করা বৃথা। 

সৌদি আরবের সংবাদ মাধ্যম এমবিসি ইরাকের প্রভাবশালী কমান্ডার শহীদ বীর আবু আল মুহান্দিসকে সম্প্রতি সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে।#

পার্সটুডে/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।