কার্টুনিস্টদের দৃষ্টিতে আল কুদস ও ফিলিস্তিন সংকট
https://parstoday.ir/bn/news/west_asia-i80048-কার্টুনিস্টদের_দৃষ্টিতে_আল_কুদস_ও_ফিলিস্তিন_সংকট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছিলেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে ১৯৭৯ সাল থেকে বিশ্বব্যাপী এ দিবস পালন করা হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২০, ২০২০ ১৭:২৭ Asia/Dhaka
  • কার্টুনিস্টদের দৃষ্টিতে আল কুদস ও ফিলিস্তিন সংকট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছিলেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে ১৯৭৯ সাল থেকে বিশ্বব্যাপী এ দিবস পালন করা হয়।

ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম ক্বেবলার শহর আল-কুদস বা বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করার মহান লক্ষ্যে এ দিবস পালন করার আহ্বান জানান ইমাম খোমেনী। প্রতি বছর ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে কুদস দিবসে ব্যাপক ইসরাইল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিন ভূখণ্ড থেকে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনটিকে প্রতি বছর নাকাবা বা বিপর্যয় দিবস পালন করেন ফিলিস্তিনিরা।

অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকীতে গতকাল (শুক্রবার) নাকাবা বা বিপর্যয় দিবস পালন করেছে ফিলিস্তিনিরা।

দিনটি উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোভিড-৪৮ ও নাকাবা হ্যাশট্যাগ দিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে। অনলাইনে ইহুদিবাদী ইসরাইলকে ভাইরাসের সাথে তুলনা করে পোস্ট দেওয়ায় অবৈধ রাষ্ট্রটির পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ নাখোশ হয়েছে।

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা, গাজায় অবরোধ, বায়তুল মোকাদ্দাস নিয়ে ষড়যন্ত্রসহ নানা বিষয়ে বিভিন্ন সময় কার্টুন এঁকেছেন বিশ্বের খ্যাতিমান কার্টুনিস্টরা। এখানে কিছু কার্টুন আপলোড করা হলো।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।