বৈরুত বিস্ফোরণে ইসরাইল জড়িত থাকতে পারে: ইরাকি এমপি
(last modified Wed, 05 Aug 2020 12:23:45 GMT )
আগস্ট ০৫, ২০২০ ১৮:২৩ Asia/Dhaka
  • মুহাম্মাদ আল বালদাওয়ি
    মুহাম্মাদ আল বালদাওয়ি

ইরাকের সংসদের প্রভাবশালী সদস্য মুহাম্মাদ আল বালদাওয়ি বলেছেন, লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পেছনে দখলদার ইসরাইলের হাত থাকতে পারে।

তিনি আজ (বুধবার) আল-মা’লুমা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি এটা নিছক একটা দুর্ঘটনা নয়, এর পেছনে কারো না কারো হাত রয়েছে।’

বৈরুতে বিস্ফোরণ

তিনি আরও বলেন, এটা ঠিক যে এই ভয়াবহ বিস্ফোরণের কারণ উদঘাটনের তদন্ত শেষ করতে অনেক সময় লাগবে। কিন্তু বিভিন্ন কারণে মনে হচ্ছে এর সঙ্গে ইসরাইল জড়িত রয়েছে।

ইরাকের এই সংসদ সদস্য বলেন, ইসরাইল এ ধরণের জঘন্য কাজ করে অভ্যস্ত। তারা নিরপরাধ মানুষ মেরে আনন্দ পায়। অতীতে ভিন্ন দেশে এ ধরণের অনেক ঘটনাই ইসরাইল ঘটিয়েছে। তারা ১৯৮১ সালে ইরাকের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়েছে এবং গত বছরও ইরাকের সামরিক বাহিনী হাশ্‌দ আশ শাবির অস্ত্র গুদামে হামলা করেছে।

এছাড়া পরমাণু বিশেষজ্ঞদের মতো ব্যক্তিত্বদের হত্যার মতো জঘন্য কাজও ইসরাইল এর আগে করেছে। মুহাম্মাদ আল বালদাওয়ি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইসরাইলকে এ জন্য অভিযুক্ত করা যেতে পারে।

অবশ্য দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বৈরুতে বিস্ফোরণের সঙ্গে তারা জড়িত নন।#    

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।